ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রসিক নির্বাচন ॥ বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি

প্রকাশিত: ০৬:৩৬, ১৮ নভেম্বর ২০১৭

রসিক নির্বাচন ॥ বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৭ নবেম্বর ॥ আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ইসলামী এক্যজোটসহ ১২ রাজনৈতিক দল মেয়র পদে প্রার্থী মনোনয়ন দিলেও এখনও প্রার্থী মনোনয়ন দিতে পারেনি বিএনপি। প্রচারে থাকা পাঁচজন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে কে হবেন ধানের শীষ প্রতীকধারী তা ¯পষ্ট করে বলতে পারছেন না দলটির স্থানীয় নেতারা। তবে মনোনয়ন প্রত্যাশী পাঁচজনের নাম ৫দিন আগে কেন্দ্রে পাঠানো হয়েছে বলে স্থানীয় নেতারা জানিয়েছেন। জানা গেছে, একক প্রার্থী ঠিক করতে মঙ্গলবার রাতে নগরের গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপির নেতারা বৈঠক করেন। বৈঠকে দীর্ঘ আলোচনার পরও একক প্রার্থী নির্ধারণ করা সম্ভব না হওয়ায় পাঁচ নেতার নাম কেন্দ্রে পাঠানো হয়। তারা হলেন জেলা বিএনপির সাধারণ স¤পাদক রইচ আহমেদ, মহানগর বিএনপির সহসভাপতি কাওসার জামান বাবলা, সাধারণ স¤পাদক শহীদুল ইসলাম মিজু, সাংগঠনিক স¤পাদক আবদুস সালাম ও জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু। মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন বলেন, বৈঠকে একক প্রার্থী নির্ধারণ করা সম্ভব না হওয়ায় পাঁচজনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্র যাকে মনোনয়ন দেবে নেতাকর্মীরা তার পক্ষেই কাজ করবেন। একই কথা বলেন মনোনয়নপ্রত্যাশী শহীদুল ইসলাম মিজু। চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৭ নবেম্বর ॥ মহান মুক্তিযুদ্ধের চেতনা ভবিষ্যত প্রজন্মের কাছে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার শহরে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শিশু একাডেমির আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে এ প্রতিযোগিতা চলাকালে সেখানে উপস্থিত ছিলেনÑ এনডিসি মাহবুব হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম মোল্লা, অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জবেদ আলী ও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ অভিভাবকগণ। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্রছাত্রী ক, খ, গ, ঘ- এই চারটি বিভাগে অংশ নেয়। বীজ ও সার বিতরণ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৭ নবেম্বর ॥ ৬শ’ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহ্মহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ সভাপতিত্ব এছাড়াও চীফ হুইপ উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ৩৮ দুস্থ ও অসহায় নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন। তিনি ওই দিন বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় প্রতিবন্ধীদের ভাতার পাসবই বিতরণ করেন।
×