ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৬, ১৮ নভেম্বর ২০১৭

আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৭ নবেম্বর ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এবং নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচনে কে আসবে আর কে আসবে না এটা যার যার দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। নির্বাচনকালে নিশ্চয় কোন সরকার থাকতে হবে। সংবিধান অনুযায়ী বিভিন্ন গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচনকালে সরকার থাকে আমাদের দেশেও সে রকম একটি সরকার থাকবে তা হচ্ছে শেখ হাসিনার সরকার। শুক্রবার সকাল ৯টায় মাদারীপুর আচমত আলী খান পাবলিক স্কুল এ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধনকালে তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাঠক, পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা নূরুল আলম বাবু চৌধুরী, মুক্তিযুদ্ধকালীন খলিল বাহিনী প্রধান মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল বাশার, আচমত আলী খান পাবলিক স্কুল এ্যান্ড কলেজের সভাপতি এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান কালু, অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির প্রমুখ। কুমিল্লায় অগ্নিকা-ে ৩০ দোকান পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৭ নবেম্বর ॥ বুড়িচং উপজেলার কংশনগর বাজারে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে বাজারের ছোট-বড় প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠানের মাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কংশনগর বাজারের একটি লেপ-তোষক তৈরির দোকান থেকে শুক্রবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিল্লা ও মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
×