ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে হামলার প্রতিবাদে মানববন্ধন ॥ দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ০৬:৩৪, ১৮ নভেম্বর ২০১৭

রংপুরে হামলার প্রতিবাদে মানববন্ধন ॥ দ্রুত বিচার দাবি

জনকণ্ঠ ডেস্ক ॥ রংপুরের ঠাকুরপাড়ায় হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এতে বক্তারা দ্রুত অভিযুক্তদের খুঁজে বের করে কঠোর শাস্তি দাবি করেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সাতক্ষীরা ॥ রংপুরে ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট সাতক্ষীরা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচী পালন করে।জেলা জাতীয় হিন্দু যুব মহাজোট জেলা শাখার আহ্বায়ক মিহির কান্তি সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অসীম বরণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ ম-ল, বিশ্বজিৎ বিশ্বাস, দেবাশীষ সরকার, উত্তম কুমার বৃন্দাবন গাইন, সুব্রত ম-ল প্রমুখ। সিলেট ॥ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলার উদ্যোগে শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হিন্দু মহাজোট সিলেট বিভাগীয় সম্পাদক ও সিলেট জেলার আহ্বায়ক এ্যাডভোকেট মিলন ভট্টাচার্যের সভাপতিত্বে ও সদস্য সচিব সুজিত দাশের পরিচালনায় বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখার সভাপতি এ্যাডভোকেট সুশীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গঙ্গেশ দাস, সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক গণেশ দেব, যুব মহাজোট জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট রঞ্জু দেবনাথ, ছাত্র মহাজোট সিলেট মহানগর শাখার সভাপতি রূপন দে, সাধারণ সম্পাদক অনু দেব, কেন্দ্রীয় নেতা সুমন দে, ছাতক উপজেলা মহাজোটের সাংগঠনিক সম্পাদক অশিত কুমার দাস, ছাতক যুব মহাজোটের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দাস। ঠাকুরগাঁও ॥ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখা। বেলা ১১টায় শহরের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার সভাপতি গৌরহরি বর্মণ, সাধারণ সম্পাদক অশ্বিনী কুমার বর্মণ, সদর উপজেলার সভাপতি অরুণ রায়, সাধারণ সম্পাদক শুভ্র প্রকাশ চৌধুরী, যুব মহাজোট সভাপতি জয় মহন্ত অলক, সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী, জেলা মহিলা লীগের সভাপতি ও পৌর মহিলা কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালা প্রমুখ। ফরিদপুর ॥ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, ফরিদপুর জেলা শাখা। শুক্রবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধাঘণ্টার মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় অনুষ্ঠিত সমাবেশে জেলা হিন্দু মহাজোটের আহ্বায়ক শিবু প্রসাদ দাস সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন এ্যাড. অশিত মজুমদার, জেলা এজিপি এ্যাডভোকেট চিরঞ্জীব রায় গৌর, জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদ সেক্রেটারি রাম দত্ত, এ্যাড. তুষার কুমার দত্ত, অরুণ কুমার ম-ল, উৎপল দত্ত প্রমুখ। বাগেরহাট ॥ জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জাতীয় হিন্দু মহাজোট বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার হিন্দু মহাজোটের নেতাকর্মীরা অংশ নেন। বক্তব্য দেন, আহ্বায়ক রবীন্দ্রনাথ দেবনাথ, ডাঃ মনোরঞ্জন হালদার, জুড়ান ম-ল, অঞ্জন মৃধা, অম্বরিশ হালদার, দিলীপ বালা, মিঠুন চক্রবর্ত্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিলন ব্যানার্জীসহ নেতৃবৃন্দ। নড়াইল ॥ শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের চৌরাস্তায় বাংলাদেশ পূজা উদযাপন পর্ষদ নড়াইল জেলা শাখা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কু-ু। এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ূন কবীর, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি মলয় কান্তি নন্দী, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, এ্যাডভোকেট সঞ্জিত কুমার বসু, বিজয় সরকার ফাউন্ডেশনের যুগ্ম সদস্য সচিব আকরাম শাহীদ চুন্নু, সম্মিলিত সাংস্কৃতিব জোট জেলার সভাপতি মলয় কুমার কু-ু, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কমল আঁখি বিশ্বাস প্রমুখ।
×