ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউপি সদস্যের কাছে পাওনা টাকা চাওয়ায় নির্যাতন

প্রকাশিত: ০৬:৩২, ১৮ নভেম্বর ২০১৭

ইউপি সদস্যের কাছে পাওনা টাকা চাওয়ায় নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৭ নবেম্বর ॥ ইউপি সদস্য মাইনুল ইসলাম চৌকিদারের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে নির্যাতনের স্বীকার হয়েছে লোকমান ফকির (৩২) নামের এক ওয়াকসপ ব্যবসায়ী। মারধর করে তার কাছ থেকে জোরপূর্বক ইউপি সদস্য সাদা কাগজে স্বাক্ষর রেখেছে বলে অভিযোগ করেছে ব্যবসায়ী। গুরুতর আহতাবস্থায় তাকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে তালতলীর হেলেঞ্চাবাড়িয়া গ্রামে। জানা গেছে, উপজেলার হেলেঞ্চাবাড়িয়া গ্রামের ওয়াকসপ ব্যবসায়ী লোকমান ফকিরের কাছ থেকে কড়ইবাড়িয়া ইউপি সদস্য মাইনুল ইসলাম চৌকিদার ব্যবসার কথা বলে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে দেড় লাখ টাকা ধার নেয়। ওই টাকা ফিরিয়ে দেয়ার নির্ধারিত তারিখে টাকা চাইতে গেলে এক সপ্তাহ পরে দেয়ার কথা বলে তাকে পাঠিয়ে দেয়। এরপর থেকে গত দেড় বছর ধরে টাকা ফেরত না দিয়ে আজ-কাল বলে ঘুরিয়ে আসছে। বৃহস্পতিবার রাতে লোকমান ফকির টাকা চাইতে ইউপি সদস্য মাইনুলের বাড়িতে যায়। এ সময় মাইনুল ইসলাম, তার ছোট ভাই জাফর চৌকিদার ও দুই সহযোগী তাকে বেঁধে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলে। সাদা কাগজে স্বাক্ষর দিতে রাজি না হওয়ায় তাকে বেধরক মারধর করেছে। পরে জোর করে সাদা কাগজে স্বাক্ষর রেখে দেয়। মারধরে তার হাত, পা, পিঠে গুরুতর জখম হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। টাঙ্গাইলে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৭ নবেম্বর ॥ যথাযোগ্য মর্যাদায় মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে শুক্রবার। তার অসংখ্য মুরিদান ও ভক্তের কণ্ঠে যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী সেøাগানে মুখরিত হয়ে উঠে মজলুম জননেতার সমাধিস্থল টাঙ্গাইলের সন্তোষের মাজার প্রাঙ্গণ। সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আলাউদ্দিন ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও হল, মওলানা ভাসানীর পরিবার, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দেশী-বিদেশী অসংখ্য ভক্ত মুরিদান ও সর্বস্তরের জনতা মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দেয়াল পত্রিকা, কাঙ্গালিভোজসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মওলানা ভাসানীর আপোসহীন ভূমিকাকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেন।
×