ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফেনী কারাগারে ধারণক্ষমতার ৫ গুণ বন্দী

প্রকাশিত: ০৬:৩২, ১৮ নভেম্বর ২০১৭

ফেনী কারাগারে ধারণক্ষমতার ৫ গুণ বন্দী

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১৭ নবেম্বর ॥ জেলা কারাগারে ধারণ ক্ষমতার ৫ গুণ পুরুষ ও ১০ গুণ বেশি মহিলা বন্দী রয়েছে। কারাগারে ধারণ ক্ষমতার বেশি বন্দী থাকায় খাদ্য সমস্যা না হলেও পানি ব্যবহারসহ দৈনন্দিন কাজের সমস্যা বন্দীদের নিতদিনের সঙ্গী হয়ে আছে। রাতে পালা করে ঘুমানো ছাড়া বন্দীদের রাত কাটানোর উপায় নেই। জানা যায়, ফেনী মহকুমাকে ১৯৮৪ সালে জেলায় রূপান্তর করা হয়।। ব্রিটিশ আমলে স্থাপিত জেলা শহরের প্রাণকেন্দ্রের এ কারাগারকে জেলা কারাগারে উন্নীত করা হয়। আগে থেকেই এ কারাগারে ১৭০ পুুরুষ ও ২ মহিলাসহ মোট ১৭২ বন্দী থাকার ব্যবস্থা রয়েছে। বর্তমানে ৮৫০ পুরুষ ও ২০ মহিলা বন্দী কারাগারে রয়েছে। করিাগারের জেলার শংকর কুমার মজুমদার জানান, বন্দীদের খাওয়ার জন্য নিয়মিত সরকারী খাদ্য সরবরাহ রয়েছে। ধারণ ক্ষমতার বেশি বন্দী থাকায় গোসল, পায়খানা, প্রশ্রাবসহ আনুষঙ্গিক কাজের জন্য অপেক্ষা করতে হয়। রাতে পালাক্রমে ঘুমানো ছাড়া এদের শোয়ার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। তবে তিনি বন্দীদের জন্য ভাল উদ্যোগ নিয়েছেন। তা হচ্ছে, প্রতিটি বন্দীকে কারাগারে আসার পর যারা স্বাক্ষর দিতে জানেন না তাদের স্বাক্ষর শেখানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ইসালামী ফাউন্ডেশন থেকে অভিজ্ঞ লোক এনে বন্দীদের সংশোধনের উপদেশ দেয়ার জন্য সাপ্তাহিক আলোচনা সভার ব্যবস্থা করা হয়েছে। ফেনীকে ১৯৮৪ সালে জেলায় রূপাান্তর করা হয়। তার পর থেকে স্থান নির্ধারণে জটিলতা সৃষ্টির কারণে এক যুগের বেশি সময় ফেনী জেলা কারাগার নির্মাণের জন্য কোন কার্যকর ব্যবস্থা নিতে পারেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারাগার নির্মাণ খাতের অর্থ বরাদ্দ এসে বার বার ফিরে গেছে ।
×