ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যস্ত সড়কে খোঁড়াখুঁড়ি ॥ দুর্ভোগ

প্রকাশিত: ০৬:৩১, ১৮ নভেম্বর ২০১৭

ব্যস্ত সড়কে খোঁড়াখুঁড়ি ॥ দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর ব্যস্ততম সাহেব বাজার এলাকায় একটি ব্যাংকের এটিএম বুথের বৈদ্যুতিক তারের আর্থ লাইন বসাতে গিয়ে সড়ক খুঁড়ে একাকার করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই ব্যস্ততম এলাকায় খোঁড়াখুঁড়ির কারণে সকাল থেকে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। এ কারণে ওই এলাকায় তীব্র যানজটেও সৃষ্টি হয়। মূল সড়কের অংশ খুঁড়ে এমন কর্মকা-ে সড়কটি দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে বলে অভিযোগ নগরবাসীর। বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শুরু করে স্থানীয় একটি কন্সট্রাক্টশন কোম্পানি। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সকালে সরজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, টিউবওয়েল বসানোর কয়েকজন মিস্ত্রি সেখানে রাস্তা খুঁড়ে কাজ করছেন। সড়টির পিচ ও ইট তুলে গর্ত করে বসানো হচ্ছে পাইপ। এতে মাটির নিচের পানি পুরো সড়কে ছড়িয়ে দেয়া হচ্ছে। এ কারণে সড়ক সংলগ্ন ফুটপাথ দিয়ে পথচারী চলাচল করতে পারছেন না। একইসঙ্গে নবনির্মিত ফুটপাথের কিছু অংশও ভাঙার চিহ্ন পাওয়া যায়। সেখানে কর্মরত একজন মিস্ত্রি বলেন, আমরা টিউবওয়েল বসানোর কাজ করি। এখানে গর্ত করে বিদ্যুতের আর্থিং তার বসানো হবে। এদিকে বিষয়টি নিয়ে পথচারীসহ স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, বিভিন্ন অজুহাতে নগরীর রাস্তাগুলো প্রায়সই খোঁড়াখুঁড়ি করা হয়। এতে সড়কগুলো পরে আর সংস্কার না করায় সেখান থেকেই ক্ষতিগ্রস্ত হয় পুরো সড়ক।
×