ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাহাড়তলীতে শতবর্ষী মেশিনারিজ পরিবর্তন হয়নি

প্রকাশিত: ০৬:৩১, ১৮ নভেম্বর ২০১৭

পাহাড়তলীতে শতবর্ষী মেশিনারিজ পরিবর্তন হয়নি

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ প্রকল্প গ্রহণের দীর্ঘ প্রায় নয় বছর পর অবকাঠামোগত পরিবর্তন ও ট্র্যাক স্থাপনের কাজ চলছে। ২০১৬ সাল থেকে পাহাড়তলীর ক্যারেজ এ্যান্ড ওয়াগন শপে অবকাঠামোগত পরিবর্তন শুরু হলেও এখনও শতবর্ষী মেশিনারিজের কোন পরিবর্তন হয়নি। তবে বিভাগীয় তত্ত্বাবধায়কের নির্দেশনায় ও কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতায় কারখানার উৎপাদন বেড়েছে প্রায় দ্বিগুণ। এদিকে, অবকাঠামোগত পরিবর্তন কাজ চালাচ্ছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু শত বছরের পুরনো মেশিনারিজ ক্রয়ের সিদ্ধান্ত এখনও পূর্ণাঙ্গতা পায়নি। কারণ মেশিনারিজ ক্রয়ের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে ঠিকই কিন্তু পরিবর্তনের ছোঁয়া এখনও লাগেনি। এদিকে, ২০০৫-০৬ অর্থবছরে এ কারখানাকে আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হলেও কাজ শুরু হয়েছে নয় বছর পর। শেষ পর্যন্ত ২০১৭ সালেও এ প্রকল্প পূর্ণাঙ্গতা পাচ্ছে না। ২০১৫ সালের ২৯ জুলাই রেল ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত দরপত্র মূল্যায়ন কমিটির বৈঠকে প্লান্টস এ্যান্ড মেশিনারি সংগ্রহের দরপত্রটি চূড়ান্তকরণের জন্য মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। যাচাই-বাছাই ও মূল্যায়নও শেষ হযেছে। অভিযোগ রয়েছে, তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়ে নয় বছর ফাইলবন্দী থাকে উন্নয়ন প্রকল্প। ফলে আলোর মুখ দেখেনি নয় বছর। এ বিষয়ে পাহাড়তলীর পাহাড়তলী ক্যারেজ ও ওয়াগন শপ কারখানার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এএফএম মহিউদ্দিন জানান, অবকাঠামোগত পরিবর্তন শুরু হয়েছে। দ্রুততার সঙ্গে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। নতুন মেশিনারিজ স্থাপনের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কাজের অগ্রগতি আসবে।এরপরও আমরা কোচ ও ওয়াগন মেরামত কাজ বা উৎপাদন প্রায় দ্বিগুণে আনতে সক্ষম হয়েছি শুধুমাত্র নির্দেশনা ও কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতার কারণে। জানা গেছে, গত অর্থবছরে এ প্রকল্পের আওতায় প্রস্তাবিত রিভাইজড ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল অনুমোদন, দরপত্র পুনর্গঠন ও দরপত্র মূল্যায়ন কমিটির মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ এবং অনুমোদন গ্রহণ করা হয়েছে দুটি ধাপের। মূলত এ প্রকল্পে বিল্ডিং এ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ট্র্যাক ওয়ার্কস ও প্লান্টস এ্যন্ড মেশিনারি সংগ্রহের জন্য তিনটি প্যাকেজে ভাগ করা হয়েছে।
×