ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ মেডিক্যালে ওয়ান স্টপ সার্ভিস চালু হচ্ছে

প্রকাশিত: ০৬:৩০, ১৮ নভেম্বর ২০১৭

ময়মনসিংহ মেডিক্যালে ওয়ান স্টপ সার্ভিস চালু হচ্ছে

বাবুল হোসেন, ময়মনসিংহ ॥ নানা বাধাবিপত্তি আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার ময়মনসিংহ মেডিক্যালে চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত ইমার্জেন্সি ওয়ান স্টপ সার্ভিস। কাল থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ২৪ ঘণ্টার এ নয়া সার্ভিস। হাসপাতালের জরুরী বিভাগে এ সার্ভিস চালুর জন্য ইতোমধ্যে সব আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জরুরী রোগীদের ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা প্রদানের জন্য হাসপাতালের এ ইমার্জেন্সি ওয়ান স্টপ সার্ভিসে ডিজিটাল এক্স-রে মেশিন, আল্ট্রাসনোগ্রাফি মেশিন, ইসিজি, প্যাথলজি ল্যাব ও অপারেশন থিয়েটার স্থাপনসহ ১৬ শয্যার পর্যবেক্ষণ ওয়ার্ড ও ছয় শয্যার ডে কেয়ার সুবিধা রাখা হয়েছে। এজন্য মেডিসিন, গাইনি, কার্ডিওলজি, অর্থো সার্জারি, শিশু, পেডি সার্জারি এবং এনেসথেসিওলজি এ্যান্ড ইনটেনসিভ কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকসহ নার্স, প্যারামেডিক ও সাপোর্ট স্টাফ দেয়া হয়েছে ওয়ান স্টপ সার্ভিসে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দিন আহমদ জনকণ্ঠকে জানান, দেশের কোন সরকারী হাসপাতালে এই প্রথম প্রাথমিক পর্যায়ের সব সুবিধা নিয়ে চালু হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। পূর্ণাঙ্গ সুবিধার এ ওয়ান স্টপ সার্ভিস চালু হলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চাপ কমার পাশাপাশি রোগীদের ভোগান্তিও অনেকটা কমে আসবে বলে জানান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের এমন যুগান্তকারী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন, বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মতিউর রহমান ভূঁইয়া জানান, ওয়ান স্টপ সার্ভিসে মারামারী, দুর্ঘটনায় আহত ও প্রসূতিসহ যে কোন সমস্যা নিয়ে আসা রোগীদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেয়া সম্ভব হবে। পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজন মনে করলেই কেবল কর্তব্যরত চিকিৎসকরা রোগীকে ভর্তির জন্য হাসপাতালের ওয়ার্ডে পাঠাবেন। এতে ওয়ার্ডগুলোতে রোগীর চাপ কমার পাশাপাশি রোগী ও স্বজনদের ভোগান্তিও কমে আসবে বলে মনে করছেন এ চিকিৎসক নেতা। হাসপাতাল কর্তৃপক্ষীয় সূত্র জানায়, ওয়ান স্টপ সার্ভিসে প্রসূতিদের নরমাল ডেলিভারি ও সিজারসহ মারামারি, কাটা-ছেঁড়া, দুর্ঘটনায় আহতদের অপারেশন সুবিধা থাকছে। এছাড়া কার্ডিয়াক ও শ্বাসকষ্ট, বুকেব্যথাসহ যে কোন সমস্যা নিয়ে আসা রোগীদের তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও জীবনরক্ষাকারী সব ওষুধ প্রদান করা হবে। ফুসফুস ও হৃদযন্ত্রে পানি জমার মতো জটিল সমস্যার দ্রুত সমাধানে ইন্টারভেনশন চিকিৎসা সুবিধাও যুক্ত থাকছে এতে। এছাড়া প্রি-অপারেটিভ ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডও রাখা হয়েছে এখানে।
×