ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে ২১ নবেম্বর

প্রকাশিত: ০৬:২৭, ১৮ নভেম্বর ২০১৭

ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে ২১ নবেম্বর

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নবেম্বর ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচী পালিত হবে। এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন চালকদের সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সেনানিবাসের মধ্য দিয়ে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ হতে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। -আইএসপিআর সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজ সবার জন্য উন্মুক্ত ‘সশস্ত্র বাহিনী দিবস-২০১৭ উদ্যাপন উপলক্ষে আগামী ২১ নবেম্বর মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, মংলা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজসমূহ নিম্নোক্ত স্থানে সর্বসাধারণের পরিদর্শনের জন্য বেলা ১টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উন্মুক্ত রাখা হবে। অঞ্চল ও স্থানগুলো হচ্ছে- ঢাকা : ঢাকা সদরঘাট, নারায়ণগঞ্জ : নৌ ইউনিট পাগলা জেটি, চট্টগ্রাম নেভাল জেটি, নিউমুরিং, খুলনা : খুলনা লেভাল বার্থ/রকেট ঘাট, মংলা : দিগরাজ নেভাল বার্থ/মংলা বন্দর, বরিশাল : বিআইডব্লিউটিএ ঘাট, বরিশাল এবং চাঁদপুর : বিআইডব্লিউটিএ ঘাট, চাঁদপুর। -আইএসপিআর মোস্তাকিম হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিহারী ছুটু গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ মোহাম্মদপুর বিহারী ক্যাম্পের মোস্তাকিম কাবাবের মালিক মোস্তাকিম হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পেশাদার মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি বিহারী ছুটুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করেন মোহাম্মদপুর থানার এস আই মোঃ রাজিব মিয়া। এই পুলিশ কর্মকর্তা জনকণ্ঠকে বলেন, গ্রেফতারকৃত ছুটু মোস্তাকিম হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। এ ছাড়াও ছুটুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। ছুটু পুলিশের তালিকাভুক্ত পেশাদার মাদক ব্যবসায়ী। প্রায় তিন বছর আগে মোস্তাকিমকে মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই হত্যার ঘটনাটি ঘটে।
×