ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

প্রকাশিত: ০৬:২৭, ১৮ নভেম্বর ২০১৭

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ঢামেক মর্গে তাদের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়। শুক্রবার সকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় রাসেল (২২) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার আরওয়া গ্রামে। তিনি রাজধানীর মিরপুর মধ্য পাইকপাড়ার ৯০/১ নম্বর বোনজামাই সাহেব আলীর বাড়িতে থাকতেন। মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, রাস্তা পারাপারের সময় রাসেল কারের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিকেলে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্তের সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার মধ্য রাতে দারুসসালাম থানাধীন টেকনিক্যাল এলাকায় ট্রাকের ধাক্কায় গোলাম কিবরিয়া ছন্দ (৪৫) নামে একজনের মৃত্যু হয়। দারুসসালাম থানার ডিউটি অফিসার জানান, বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল এলাকায় দ্রুততগামী একটি ট্রাক গোলাম কিবরিয়াকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার দুপুরে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁিড়র এসআই বাচ্চু মিয়া জানান।
×