ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বর্ণাঢ্য আয়োজনে ঢাবিতে তাহের মেলা

প্রকাশিত: ০৬:২৬, ১৮ নভেম্বর ২০১৭

বর্ণাঢ্য আয়োজনে ঢাবিতে তাহের  মেলা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দিনব্যাপী তাহের মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপে অক্টোবর বিপ্লবের ১০০তম বার্ষিকী, সিপাহী জনতার অভ্যুত্থানের ৪২তম বার্ষিকী এবং কর্নেল আবু তাহেরের ৭৯তম জন্মদিন উপলক্ষে সারাদিনের এ মেলার উদ্বোধন করেন কর্নেল তাহেরের সহধর্মিণী বেগম লুৎফা তাহের। দিনব্যাপী এই মেলার আয়োজন করে কর্নেল তাহের সংসদ। উদ্বোধনী অনুষ্ঠানে কর্নেল তাহের সংসদের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বীনা শিকদার, সদস্য রোকনুজ্জামান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং কর্নেল তাহের সংসদের সাবেক সভাপতি হায়দার আকবর খান রন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘অক্টোবর বিপ্লব ও ৭ নবেম্বর অভ্যুত্থান শীর্ষক’ প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক আনোয়ার হোসেন। লিখিত প্রবন্ধে তিনি বলেন, রাশিয়ায় জুলিয়ান ক্যালেন্ডারে ১৯১৭ সালের ২৫ অক্টোবর সূচিত হয়েছিল বলে পৃথিবীর সফল সমাজতান্ত্রিক বিপ্লবটি অক্টোবর বিপ্লব হিসেবে পরিচিতি পেয়েছে। নতুন গ্রেগোরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী তারিখটি পড়ে ১৯১৭ সালের ৭ নবেম্বর। তাই নবেম্বর বিপ্লব হিসেবেও পরিচিত। কাকতালীয়ভাবে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব এবং বাংলাদেশে সৈনিক জনতার অভ্যুত্থান ৭ নবেম্বর অনুষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, বাংলাদেশের দুর্ভাগ্য মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে পাকিস্তানী রাষ্ট্রযন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র পত্তন করা যায়নি। তারই ফলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি রাষ্ট্রের অভ্যন্তরে সংগঠিত হয়, ষড়যন্ত্র করে। সে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয় খন্দকার মোশতাকের নেতৃত্বে আওয়ামী লীগের মধ্যকার ষড়যন্ত্রকারীরা। এদের হাতেই জীবন দিতে হয় সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে। রাষ্ট্রক্ষমতা নিরঙ্কুশভাবে দখল করে নেয় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। জাসদের রাজনৈতিক সিদ্ধান্তে ও সহযোগিতায় কর্নেল তাহেরের নেতৃত্বে ৭ নবেম্বরের অভ্যুত্থান ছিল তার বিরুদ্ধে এক মরিয়া প্রতিরোধ। তা সফল না হওয়ায় মুক্তিযুদ্ধ বিরোধী স্বৈরশাসকদের দীর্ঘমেয়াদী শাসনে নিপতিত হয় বাংলাদেশ। তিনি আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যত সমাজ বিপ্লব নিয়ে যারা স্বপ্ন দেখেন তারা রুশ বিপ্লবের মডেলে ৭ নবেম্বর অভ্যুত্থান থেকে শিক্ষা নিতে পারেন। অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ পূর্তিতে আমরা এই আস্থা ও বিশ্বাস স্থাপন করি যে, অক্টোবর বিপ্লবকে প্রেক্ষাপটে রেখে বাংলাদেশে ৭ নবেম্বর অভ্যুত্থান থেকে বাংলাদেশের নতুন প্রজন্মও শিক্ষা নেবে। এর ইতিবাচক উপাদান ও ভুলগুলো বিবেচনায় নিয়ে বর্তমান বাস্তবতায় তাদের বিপ্লবী করণীয় নিজেরাই নির্ধারণ করবে। তাহের মেলায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। নানা শ্রেণী-পেশার মানুষ মেলায় ভিড় জমায়। মেলায় বসা স্টলগুলোতে কর্নেল তাহেরের আলোকচিত্র, তাহেরের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, ইউনিফর্ম প্রভৃতি প্রদর্শিত হয়।
×