ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

প্রকাশিত: ০৮:০৬, ১৭ নভেম্বর ২০১৭

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ছাত্রসহ দু’জন নিহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইয়ের সময় ৫০ হাজার টাকাসহ এক ছিনতাইকারীকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে প্রক্টরিয়াল টিমের সদস্যরা। এদিকে উত্তরা হাউস বিল্ডিং এলাকা থেকে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সূত্র জানায়, দৈনিক বাংলার মোড়ে মাইক্রোর ধাক্কায় জয়নাল আবেদীন (৪০) নামে ডিএসসিসির এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জয়নাল ১৪ গণকটুলীর সিটি কলোনির মৃত বিল্লাল হোসেনের ছেলে। বিকেলে ঢামেক মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার গভীর রাতে বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ইয়াসিন আরাফাত রানা (২৬) নামে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির ক্যাম্পাসের ছাত্র ছিলেন। তার বাবা আবুল বাসার পাটোয়ারি। তারা তেজগাঁওয়ে পূর্ব নাখালপাড়ার ৩৩৮/এ নম্বর বাড়িতে থাকতেন। হাতেনাতে ছিনতাইকারী আটক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে ৫০ হাজার টাকাসহ ধরে পুলিশে দিয়েছে প্রক্টরিয়াল টিমের সদস্যরা। শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ গিয়াসউদ্দিন আহমদ আবাসিক এলাকার সামনের রাস্তা থেকে বাবুল খান নামের ওই ছিনতাইকারী আটক করা হয়। তিনি জানান, বিশ্ববিদ্যালের প্রক্টরিয়াল টিম বাবুলকে আটকের পর পুলিশে সোপর্দ করে। বিশ্ববিদ্যালয়ে প্রক্টর এ কে এম গোলাম রব্বানী জানান, সকালে তিনজন ছিনতাইকারী এক পথচারীকে আটকে তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়। সে সময় ওই এলাকায় টহলে থাকা প্রক্টরিয়াল টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাবুলকে হাতেনাতে ধরে। অন্য দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
×