ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংসদে শামীম ওসমান ॥ আমি এমপি হয়েও অসহায়, সাধারণ মানুষের কী হবে

প্রকাশিত: ০৭:৫০, ১৭ নভেম্বর ২০১৭

সংসদে শামীম ওসমান ॥ আমি এমপি হয়েও অসহায়, সাধারণ মানুষের কী হবে

সংসদ রিপোর্টার ॥ সংসদে ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ন নিয়ে নোটিস দিয়েও জবাব মেলেনি সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের। এ নিয়ে সংসদ অধিবেশনে অসহায়ত্ব প্রকাশ করে তিনি বলেছেন, ‘আমি এমপি হলেও এখানে অসহায়, তাহলে সাধারণ মানুষের কী হবে? বৃহস্পতিবার রাতে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পীকারের উদ্দেশ্যে এই অসহায়ত্ব প্রকাশ করে শামীম ওসমান বলেন, যে কোন বিষয়ে আপনি (স্পীকার) নোটিস দিতে বলেন। এখানে আমি একজন অসহায় সংসদ সদস্য। এই সংসদে আমার ব্যক্তি অধিকার ক্ষুণœ নিয়ে নোটিস দিয়েছিলাম। নোটিস দেয়ার পর আটটা অধিবেশন চলে গেছে। শুধু চেয়ে চেয়ে দেখলাম এখন পর্যন্ত কোন জবাব পেলাম না। নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা শামীম ওসমান বলেন, এই সংসদের দশম অধিবেশেনে একটা অসত্য তথ্য স্থানীয় সরকার মন্ত্রীর মুখ দিয়ে বলানোর কারণে আমি তখন বলেছিলাম সম্পূর্ণ তথ্যটাই মিথ্যা। সংসদে অসত্য তথ্য দেয়ার পরিপ্রেক্ষিতে আমি চিঠি দিয়েছি। সেই চিঠির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় তদন্ত করে। তদন্তে প্রমাণিত হয়েছিল দুর্নীতির অভিযোগ দুদকে পাঠানো হয়েছে। আমি তখনও নোটিস দিয়েছিলাম। আপনি তো বললেন নোটিস দিতে। আমি সংসদ সদস্য হয়ে দশম অধিবেশনে আর ১৪তম অধিবেশনে নোটিস দিলাম। কিন্তু তার কোন ফল যদি না পাই, তাহলে আমার কী করণীয়? আপনার কাছে তা জানতে চাই। এমপি হিসেবে আমি মনে করি আমিই যেখানে অসহায়, সেখানে সাধারণ মানুষের কী হবে?
×