ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এডিবির নতুন আবাসিক প্রতিনিধি মনমোহন

প্রকাশিত: ০৭:৪৯, ১৭ নভেম্বর ২০১৭

এডিবির নতুন আবাসিক প্রতিনিধি মনমোহন

বিডিনিউজ ॥ বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন আবাসিক প্রতিনিধির দায়িত্ব পেয়েছেন মনমোহন প্রকাশ। ভারতীয় নাগরিক প্রকাশ ১৫ নবেম্বর ম্যানিলায় এডিবির সদর দফতরে বাংলাদেশের প্রধান হিসেবে যোগ দিয়েছেন। শনিবার তিনি ঢাকায় আসবেন। রবিবার থেকে অফিস করবেন। মনমোহন জাপানী নাগরিক কাজুহিকো হিগুচির স্থলাভিষিক্ত হলেন। গত ৯ নবেম্বর হিগুচির মেয়াদ শেষ হয়। নতুন আবাসিক প্রতিনিধি তিন বছর এই দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার এডিবি ঢাকা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনমোহন প্রকাশ বাংলাদেশে এডিবির অর্থায়নে পাঁচ বছরমেয়াদী (২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত) উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ করবেন। এডিবি এই সময়ে বাংলাদেশকে ৬০০ কোটি (৬ বিলিয়ন) ডলার ঋণ সহায়তা দেবে। মনমোহনের দীর্ঘ ৩২ বছর উন্নয়ন অর্থায়নে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবির সদস্যপদ লাভ করে। এখন পর্যন্ত এডিবি বাংলাদেশকে ২০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা ও অনুদান দিয়েছে।
×