ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের কাছে হেরে সেমি থেকে বিদায় বাংলাদেশের

যুব এশিয়া কাপ ক্রিকেট

প্রকাশিত: ০৬:৫০, ১৭ নভেম্বর ২০১৭

যুব এশিয়া কাপ ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রুপপর্বে দুর্দান্ত নৈপুণ্য। টানা তিন জয়ের মধ্যে শক্তিশালী ভারত অনুর্ধ-১৯ দলের বিরুদ্ধেও ছিল ৮ উইকেটের বিশাল জয়। কিন্তু ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠা বাংলাদেশ অনুর্ধ-১৯ দলকে বৃষ্টি আইনে হেরে বিদায় নিতে হলো। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত সেমিতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে মাত্র ২ রানে ‘বি’ গ্রুপ রানার্সআপ পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। ফলে এসিসি যুব এশিয়া কাপ ক্রিকেটে যাত্রা শেষ হয়ে গেছে সাইফ হাসানের দলটির। অথচ শেষ পর্যন্ত লড়াইটা হলে হয়তো ফলটা বাংলাদেশের পক্ষেও আসতে পারতো। তিন হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ২৭৪ রান করা বাংলাদেশের বিরুদ্ধে বৃষ্টির আগ পর্যন্ত ৩৯ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান তুলেছিল পাকরা। তখনও ৬৬ বলে ৭৫ রানের প্রয়োজন ছিল তাদের। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের যুবারা। শুরুটাও দারুণ হয়েছিল, উদ্বোধনী জুটিতে ৫১ রান যোগ হওয়ার পর সাজঘরে ফেলেন নাইম শেখ (১৪)। তবে দ্বিতীয় উইকেটে পিনাক ঘোষ ও অধিনায়ক সাইফ হাসান ১০৫ রানের দ্রুতগতির বড় রানের জুটি গড়ে দলকে আরও মজবুত অবস্থানে নিয়ে যান। উভয়ে অর্ধশতক হাঁকান। সাইফ ৭৮ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬১ রান করে সাজঘরে ফেরেন। এরপর তৌহিদ হৃদয় (৫) এবং ৯৩ বলে ৮ চার ও ১ ছক্কায় ৮২ রান করা পিনাকও সাজঘরে ফেরেন। মাত্র ৩০ রানের ব্যবধানে তিনটি উইকেট হারিয়ে কিছুটা বিপদেই পড়ে বাংলাদেশের যুবারা। কিন্তু আফিফ হোসেন ধ্রুব দারুণ ব্যাটিং করেন। তিনি ৫৫ বলে ৫ চারে ৫২ রান নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। শেষদিকে নাঈম হাসান ১৫ বলে ২ ছক্কায় অপরাজিত ২২ রান করলে ৬ উইকেটে ২৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে মুনির রিয়াজ ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে পাক যুবারা। বাংলাদেশী বোলারদের দাপটে দলীয় ৫১ রানেই ৩ ফ্রন্টলাইন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে তারা। তবে এরপর মোহাম্মদ তাহা ও রোহেল নাজির ৬৯ রানের জুটি গড়ে পাকদের বিপদ থেকে বাঁচান। রোহেল (২৬) ফিরে গেলেও তাহা দারুণ ব্যাটিং করছিলেন। পঞ্চম উইকেটে সাদ খানকে নিয়ে আরও ৭৭ রানের বড় জুটি গড়ে পাকদের জয়ের আশা দেখান তারা। ওই সময় পাকদের জয়ের আশা যিনি দেখাচ্ছিলেন সেই তাহা ৯৭ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৯২ রান করে কাজী অনিকের বলে আউট হন। সেই ওভারের আর চারটি বল হতেই বৃষ্টি নামে। আর খেলা হয়নি। সাদ ৩৮ বলে ৩ চারে ৩৫ রান নিয়ে ক্রিজে ছিলেন। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ রানের আক্ষেপের পরাজয় সঙ্গী হয় বাংলাদেশের যুবাদের। ৫ উইকেটে ১৯৯ রান তোলা পাকিস্তানের ২ উইকেট শিকার করেছিলেন অনিক। ২০১২ এশিয়া কাপ ফাইনালে পাক জাতীয় দলের কাছে মাত্র ২ রানে হেরে কষ্ট আর আক্ষেপের পরাজয়বরণ করেছিল বাংলাদেশ জাতীয় দল। সেবার লড়াই করে হারলেও এবার বৃষ্টি হারিয়ে দিয়েছে সাইফদের। প্রতিপক্ষ সেই পাকিস্তান। স্কোর ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ ইনিংস- ২৭৪/৬; ৫০ ওভার (পিনাক ৮২, সাইফ ৬১, আফিফ ৫২*, নাঈম ২২*; মুনির ৩/৫৩)। পাকিস্তান অনুর্ধ-১৯ ইনিংস- ১৯৯/৫; ৩৯ ওভার (তাহা ৯২, সাদ ৩৫*, রোহেল ২৬; অনিক ২/৩৫)। ফল ॥ বৃষ্টি আইনে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ২ রানে পরাজিত।
×