ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কলকাতা টেস্ট

বৃষ্টি বিঘ্নিত প্রথমদিনে লাকমালে বিপর্যস্ত ভারত

প্রকাশিত: ০৬:৪৯, ১৭ নভেম্বর ২০১৭

বৃষ্টি বিঘ্নিত প্রথমদিনে লাকমালে বিপর্যস্ত ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ টানা চারটি ঘণ্টা ড্রেসিং রুমেই বসে থাকতে হয়েছে। মাঠে নামা হয়নি, এমনকি টসও হতে পারেনি। অবশেষে যেন আকাশের কান্নাটা থামল, তবে মুখটা গোমড়া থাকলেও খেলা মাঠে গড়াল। সেটা বোধকরি না হওয়াই ভাল ছিল। কারণ ব্যাট করতে নেমে সুরাঙ্গা লাকমালের ত্রাসোদ্দীপক পেস বোলিংয়ের সামনে কোণঠাসা হয়ে গেল ভারতের ব্যাটিং লাইনআপ। কলকাতার ইডেন গার্ডেন্সে সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃহস্পতিবার প্রথম টেস্টের প্রথমদিন মাত্র ১১.৫ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছে ভারতীয় দল। আর এর মধ্যেই ফ্রন্টলাইন তিন ব্যাটসম্যান লোকেশ রাহুল, শিখর ধাওয়ান ও বিরাট কোহলিকে হারিয়ে ১৭ রান তুলতে পেরেছে মাত্র তারা। এরপর আবার বৃষ্টি যেন বাঁচিয়েই দিয়েছে স্বাগতিক ভারতকে। ৬ ওভার বোলিং করে সবগুলোই মেডেন দিয়ে শূন্য রানে ৩ উইকেট তুলে নিয়েছেন লাকমাল। গত ১১ বছরে ভারত সফর করা দলগুলো টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে এমন ঘটনা খুবই বিরল। সেই বিরল ঘটনা আরেকবার দেখাল সফরকারী শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে ভেজা আবহাওয়া, সিক্ত মাঠ আর সবুজ উইকেটের আর্দ্রতা কাজে লাগাতে টস জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠান দিনেশ চান্দিমাল। ২০০৬ সালের পর ভারতের মাটিতে টেস্টে সবেমাত্র তৃতীয়বার কোন সফরকারী দল টস জেতার পরও ফিল্ডিং নিল। কারণ ৪ ঘণ্টার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পেসারদের জন্য দারুণ সহায়ক করে তুলেছিল ইডেনের উইকেটকে। চান্দিমালের ইচ্ছটা যেমন ছিল সেটা সিরিজের প্রথম বলেই পূরণ করলেন লাকমাল। তিনি ইনিংসের প্রথম বলেই ফর্মের তুঙ্গে থাকা লোকেশকে (০) পরাস্ত করে উইকেটের পেছনে গ্লাভসবন্দী করলেন নিরোশান ডিকওয়েলা। অথচ এর আগে টানা ৭টি অর্ধশতাধিক রানের ইনিংস খেলেছেন তিনি। আর কোন টেস্টের প্রথম বলেই ভারতীয় ব্যাটসম্যানদের আউট হওয়ার ঘটনা একেবারেই নগণ্য। লোকেশসহ সবেমাত্র ৬ নম্বর ঘটনা এটি। সর্বশেষ ২০০৭ সালে ওয়াসিম জাফর বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের প্রথম বলেই সাজঘরে ফিরেছিলেন। লোকেশ সাজঘরে ফেরার পরই আরও উজ্জীবিত হয়ে ওঠে শ্রীলঙ্কানরা। বিশেষ করে লাকমাল হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর। তার বল মোকাবেলা করাই কঠিন হয়ে পড়ে ভারতীয় ব্যাটসম্যানদের জন্য। রান তো দিচ্ছিলেনই না। ইনিংসের সপ্তম ওভারে আবার আঘাত হানেন তিনি। এবার ফিরিয়ে দেন শিখর ধাওয়ানকে (৮) সরাসরি বোল্ড করে। ধাওয়ান সুযোগ করে নিয়েছিলেন ফর্মে থাকা মুরালি বিজয়ের পরিবর্তে। মুরালি ইনজুরির কারণে খেলতে পারছেন না। কিন্তু সুযোগটাকে কঠিন পরিস্থিতিতে কাজে লাগাতে ব্যর্থ হলেন ধাওয়ান। তখনও দুর্গতির শেষ হয়নি ভারতের। এরপর অধিনায়ক কোহলি এসে জুটি বাঁধেন চেতেশ্বর পুজারার সঙ্গে। পুজারা ছিলেন দারুণ সাবধানী, তিনি দুরন্ত লাকমালের বিরুদ্ধে কোন ভুলের পথে পা না বাড়িয়ে সতর্কতার সঙ্গে সব বল মোকাবেলা করেছেন। কিন্তু কোহলি ১১টি বল মোকাবেলা করে তেমন কিছুই করতে পারলেন না। শেষ পর্যন্ত শূন্য রানেই ফিরে গেলেন সাজঘরে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে। বোলার সেই লাকমাল। ইনিংসের ১১তম ওভারে ভারতের রান তখন মাত্র ১৭, তিনটি উইকেটই নিজের ঝুলিতে পুরেছেন এ লঙ্কান পেসার। ভয়ানক বিপর্যয় থেকে হাঁফ ছেড়ে বেঁচে যায় ভারতীয়রা আবার বৃষ্টি শুরু হতেই। ইনিংসের ১২তম ওভারটাও শেষ করা যায়নি। আর খেলা হয়নি। পুজারা ৪৩ বল খেলে মাত্র ৮ রানে অপরাজিত, তার সঙ্গে ক্রিজে আছেন ৫ বল খেলে এখনও রানের মুখ না দেখা আজিঙ্কা রাহানে। ভয়াবহ প্রথম দিনটা এভাবেই শেষ হয়েছে ভারতের। লাকমালের দিনশেষে বোলিং বিশ্লেষণ ৬-৬-০-৩! স্কোর ॥ ভারত প্রথম ইনিংস- ১৭/৩; ১১.৫ ওভার (পুজারা ৮*, ধাওয়ান ৮, কোহলি ০, লোকেশ ০, রাহানে ০*; লাকমাল ৩/০)। * প্রথমদিন শেষে
×