ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এখন আর বেবি ফেদেরার নই, জানালেন বুলগেরিয়ার এই টেনিস তারকা

এটিপি ফাইনালসের সেমিফাইনালে দিমিত্রোভ

প্রকাশিত: ০৬:৪৯, ১৭ নভেম্বর ২০১৭

এটিপি ফাইনালসের সেমিফাইনালে দিমিত্রোভ

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি বছরের শেষে এসে ঝলক দেখালেন গ্রিগর দিমিত্রোভ। দুর্দান্ত পারফর্মেন্সের সৌজন্যেই প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সর্বোচ্চ ষষ্ঠ স্থানে ওঠে আসেন তিনি। যে কারণেই মৌসুমের শেষ টুর্নামেন্ট এটিপি ফাইনালসে খেলার যোগ্যতা অর্জন করেন তিনি। সুযোগ পেয়েই নিজেকে দারুণভাবে মেলে ধরলেন গ্রিগর দিমিত্রোভ। বুলগেরিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে এটিপি ফাইনালসে খেলতে পারা এই বুলগেরিয়ান এবার জায়গা করে নিলেন টুর্নামেন্টের সেমিফাইনালেও। বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে ডেভিড গোফিনকে পরাজয়ের স্বাদ উপহার দেন তিনি। লন্ডনের ওটু এ্যারিনায় ষষ্ঠ বাছাই দিমিত্রোভ ৬-০ এবং ৬-২ গেমে রীতিমতো উড়িয়ে দেন ডেভিড গোফিনকে। এর আগে ডোমিনিক থিয়েমকেও পরাজয়ের স্বাদ উপহার দেন তিনি। শেষ চারের টিকেট কেটে দারুণ রোমাঞ্চিত দিমিত্রোভ। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার সেরা সময় পার করছি। দারুণ উপভোগ্য সময় পার করছি। এখানেও দারুণ সুখী আমি।’ ২০০৮ সালে বিস্ফোরক ঘটেছিল গ্রিগর দিমিত্রোভের। জুনিয়র উইম্বলডনের শিরোপা জিতে, চমক হয়ে এসেছিলেন এই বুলগেরিয়ান। তখন থেকেই ‘বেবি ফেদেরার’ নামে পরিচিতি পেয়ে যান তিনি। মূলত ফেদেরারের মতো খেলার ধরনের কারণেই এমন নাম তার। তবে দিমিত্রোভ এখন আর সেই বেবি ফেদেরার নন। এটিপি ফাইনালসের সেমিফাইনালের টিকেট কেটেই দিমিত্রোভ এমনটা জানান। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়েই ২৬ বছর বয়সী এই বুলগেরিয়ান তারকা বলেন, ‘আমি মনে করি, এসব তুলনা এখন আর আমার সঙ্গে যায় না। এটা আমি আগেও বলেছি এখনও বলছি। আমি আসলে আমার খেলাটাই খেলার চেষ্টা করছি এবং এখনও সেটাই করছি। ’ এক দশক আগে দুর্দান্ত শুরু করা দিমিত্রোভ ২০১৪ সালে প্রথমবারের মতো মেজর কোন টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেন। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। অন্যদিকে রজার ফেদেরারের দিকে তাকানা? এই বয়সেও টেনিস কোর্টে কি দুর্দান্ত পারফর্মেন্সই না করে যাচ্ছেন সুইস কিংবদন্তি। এ বছরেই জিতেছেন দুটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট। শুরুটা করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন জিতে। চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে পরাজিত করে। সর্বশেষ উইম্বলডনেও চ্যাম্পিয়ন হন তিনি। সেইসঙ্গে মেজর শিরোপা জয়ের সংখ্যাটাকে নিয়ে যান উনিশে! বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বারে থাকা রজার ফেদেরার দিমিত্রোভের আগেই নিশ্চিত করেছেন এটিপি ফাইনালসের সেমিফাইনালের টিকেট। দিমিত্রোভ মেজর কোন শিরোপা না জিতেও টেনিস কোর্টের পাদপ্রদীপের আলোয় ওঠে এসেছিলেন। হ্যাঁ, মারিয়া শারাপোভার সঙ্গে সম্পর্কে জড়িয়ে। শাশা ভুয়াচিচের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল শারাপোভা খুব বেশিদিন ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ ‘সিঙ্গেল’ রাখেননি। রুশ নন্দিনী টেনিস কোর্টেরই একজনকে বেছে নিয়েছিলেন। আর সেই প্রেমিকই এই দিমিত্রোভ। এটা অস্বীকার করার কোন উপায় নেই। ভুয়াচিচের সঙ্গে সম্পর্ক অনেকদূর এগিয়েছিল শারাপোভার। বাগদানও হয়ে গিয়েছিল। দু’জনের ব্যস্ত সূচী এই সম্পর্কে যতি পড়ার কারণ বলে কারও কারও অনুমান। শারাপোভা অবশ্য মনে করেন, টিকিয়ে রাখতে চাইলে যে কোন সম্পর্কই টিকিয়ে রাখা সম্ভব। দুই ব্যস্ত ক্রীড়াবিদের মধ্যেও প্রেম হতেই পারে। হ্যাঁ, আমাদের অনেক ব্যস্ত সূচী। অনেক সফর করতে হয়। কিন্তু এটা তো আমাদের জীবন। মেনে নিতেই হবে। সম্পর্ক জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। টেনিসে ততদিন থাকবেন যতদিন আপনার শরীরে সইবে। কিন্তু জীবনের আরেকটা অধ্যায় আছে সম্পর্ক।’ তবে সেই সম্পর্কও টিকেনি বেশিদিন। শারাপোভা-দিমিত্রোভেরও বিচ্ছেদ ঘটে। উল্লেখ্য, বুধবার অপর ম্যাচে অস্ট্রেলিয়ার ডোমিনিক থিয়েম ৬-৩, ৩-৬ ও ৬-৪ গেমে কারেনো বুস্তাকে পরাজিত করে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেন।
×