ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরখাস্ত ইতালির কোচ ভেনতুরা, দৌড়ে এগিয়ে আনচেলোত্তি

প্রকাশিত: ০৬:৪৮, ১৭ নভেম্বর ২০১৭

বরখাস্ত ইতালির কোচ ভেনতুরা, দৌড়ে এগিয়ে আনচেলোত্তি

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ায় কোচ ছাঁটাই হবে এটা অনুমিতই ছিল। শুধু অপেক্ষা ছিল কখন ঘোষণা আসবে। সেটা করতেও দেরি করেনি ইতালিয়ান ফুটবল ফেডারেশন। বুধবার জরুরী বৈঠক ডেকেছিল তারা। সেখানেই জিয়ান পিয়েরো ভেনতুরাকে কোচ পদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। ছাঁটাইয়ের পর নতুন কোচ নিয়োগের কাজও শুরু করে দিয়েছে আজ্জুরিরা। এক্ষেত্রে এগিয়ে আছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও বেয়ার্ন মিউনিখ কোচ কার্লো আনচেলোত্তি। ইতালির ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ভেনতুরা আর কাজ করবেন না কোচ হিসেবে। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি তাকে বরখাস্ত করা হয়েছে, সে ব্যাপারে কিছু বলা হয়নি। তবে ইতালির ফুটবল ফেডারেশনের এক সূত্র জানিয়েছে, ভেনতুরাকে বরখাস্তই করা হয়েছে। সোমবার ইউরোপিয়ান প্লে-অফে সুইডেনের কাছে দুই লেগ মিলিয়ে ১-০ গোলে হেরে বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত করতে পারেনি ইতালি। এর আগে ১৯৫৮ সালে এমন দুর্দশার মধ্যে পড়তে হয়েছিল ইতালিকে। সেবারই তারা শেষবারের মতো অংশ নিতে পারেনি বিশ্বকাপে। চরম এই হতাশার মধ্যে কোচকে ধন্যবাদ জানানো বা ভবিষ্যতের জন্য শুভ কামনা জানানোর মতো বাক্যও খরচ করতে চায়নি ইতালির ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সভাপতি কার্লোস টাভেচ্চিও সাংবাদিকদের বলেন, আমরা তাকে বলেছি, আমাদের আর তার প্রয়োজন নেই। আজ থেকে ইতালির কোন কোচ নেই। এখন ফেডারেশন পরবর্তী কোচের সন্ধান করছে বলে সাংবাদিকদের জানিয়েছেন টাভেচ্চি। সুইডেনের বিরুদ্ধে ম্যাচের পর পদত্যাগপত্র জমা দেননি ভেনতুরা। বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার পর তিনি বলেছিলেন, সভাপতির সঙ্গে তার কথা হয়নি। তখন তিনি বলেছিলেন, প্লে-অফের আগে আমরা প্রত্যাশা মতোই এগোচ্ছিলাম। আমাদের দুর্ভাগ্য, আমরা তাদের (সুইডিশ) বিরুদ্ধে গোল করতে পারিনি। আমি ইতালিয়ানদের কাছে ক্ষমা চাই। তবে সেটা শুধুই ম্যাচের ফলের জন্য, প্রতি ম্যাচে আমরা যে প্রচেষ্টা ঢেলে দিই, তার জন্য নয়। দায়িত্ব নেয়ার দেড় বছরের মধ্যেই ছাঁটাই করা হলো ৬৯ বছর বয়সী এই কোচকে। তার আগে ইতালির কোচ ছিলেন এ্যান্টোনিও কন্টে। তিনি বর্তমানে চেলসির কোচ। সর্বশেষ ইউরোতে তার অধীনে কোয়ার্টার ফাইনাল খেলেছিল আজ্জুরিরা। জার্মানির কাছে পেনাল্টিতে হেরে যাওয়ার পর অনেকেই বলেছিলেন, দলের সামর্থ্যরে চেয়েও অনেক বেশি জিতেছে ইতালি। নতুন কোচ কে হবেন সে ব্যাপারে এই বিবৃতিতে কোন আভাস দেয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে আনচেলোত্তিকে দায়িত্ব দেয়া হতে পারে। ২০১৬ সালে ইতালির কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ভেনতুরা। এক বছর যেতে না যেতেই তাকে পড়তে হয়েছে বরখাস্তের খাঁড়ায়। এর আগে তিনি পালন করেছেন ইতালির ছোট-বড় বেশ কয়েকটি ক্লাবের কোচের দায়িত্ব।
×