ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমি ক্রিকেট রোবট নই ॥ কোহলি

প্রকাশিত: ০৬:৪৭, ১৭ নভেম্বর ২০১৭

আমি ক্রিকেট রোবট নই ॥ কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ টানা খেলার মধ্যে আছে ভারতীয় ক্রিকেট দল। একের পর এক সিরিজ। আর সে কারণে দম ফেলার ফুরসত নেই ক্রিকেটারদের। কিছুদিন আগেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ করে আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছেন বিরাট কোহলিরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শেষেই আবার কঠিন দক্ষিণ আফ্রিকা সফর আছে ভারতীয় দলের। দীর্ঘ সেই সফরের আগে কিছুটা বিশ্রাম চাইছেন অধিনায়ক কোহলি। আর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (বিসিসিআই) বিষয়টি উপলব্ধি করে লঙ্কানদের বিরুদ্ধে চলতি সিরিজেরই শেষদিকে অধিনায়ক ও অন্যতম অপরিহার্য এ ব্যাটসম্যানকে বিশ্রাম দিতে সম্মত হয়েছে। এ বিষয়ে কোহলি দাবি করেন তিনি ক্রিকেটের রোবট নন, বিশ্রাম তারও প্রয়োজন আছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ৩ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি২০ খেলবে স্বাগতিক ভারতীয় দল। বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্ট কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে। মাত্র কয়েকদিন আগেই নিউজিল্যান্ডের সঙ্গে এবং তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলেছে ভারত। গত বছর থেকেই একটানা আন্তর্জাতিক ক্রিকেটে চরম ব্যস্ত সময় কাটছে তাদের। শ্রীলঙ্কার সঙ্গে চলমান সিরিজ শেষ করে তেমন কোন বিশ্রাম নেই। এবার যেতে হবে দক্ষিণ আফ্রিকায়। এ কারণে কোহলি জানালেন তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুটা বিশ্রামের প্রয়োজন। এ বিষয়ে কোহলি বলেন, ‘অবশ্যই আমার বিশ্রামের প্রয়োজন। কেন নয়? আমি ক্রিকেটের কোন রোবট নই। আপনারা আমার চামড়া ছাড়িয়ে দেখতে পারেন এখনও সেখান থেকে রক্ত ঝরবে।’ যে কোন ভারতীয় ক্রিকেটারের মধ্যে সর্বাধিক ম্যাচ খেলেছেন এ বছর কোহলি। বেশ কয়েকজন ক্রিকেটারকে বিভিন্ন সময়ে ধাপে ধাপে বিশ্রাম দিলেও কোহলি পাননি। কারণ তিনি শুধু তিন ফরমেটে দলের অধিনায়কই নয়, সব ফরমেটে তিনি অন্যতম অপরিহার্য ব্যাটসম্যান। এ কারণে এ বছরই তিনি ৭ টেস্ট, ২৬ ওয়ানডে ও ১০ টি২০ খেলেছেন। এরপরও শ্রীলঙ্কার বিরুদ্ধে চলমান সিরিজে তাকে বিশ্রাম দেয়া হয়নি। সিরিজের প্রথম দুই টেস্টের দলে যথারীতি তিনি আছেন। তবে ধারণা করা হচ্ছে তৃতীয় টেস্ট থেকে তাকে অব্যাহতি দেয়া হবে। আন্তর্জাতিক ক্রিকেটের সবগুলো ফরমেটেই তিনি বিশ্বের অন্যতম অপরিহার্য এবং উপযুক্ত ও সামর্থ্যবান ক্রিকেটার। কিন্তু এভাবে খেলতে থাকলে নিজের ফর্মটাও পড়ে যেতে পারে বলেই আশঙ্কা করছেন কোহলি নিজেও। এ বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়টি হয়তো মানুষ আমার ক্ষেত্রে সঠিকভাবে চিন্তা করে না। কাজের চাপ নিয়ে বাইরে থেকে অনেক ধরনের কথাই হয়। কিন্তু খেলোয়াড়টিকে বিশ্রাম দেয়া হবে কি হবে না সেটা শুধু আলোচনাতেই সীমাবদ্ধ থাকে। কিন্তু এ ধরনের বিষয়গুলো অবশ্যই খুব ভালভাবে বিবেচনায় আনা প্রয়োজন। কারণ আমরা বর্তমানে ২০/২৫ জন নিয়ে খুব শক্তিশালী পর্যায়ের একটা দল গঠন করেছি। এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের জরুরী মুহূর্তে কেউ হারাতে চাইবে না। মানবিকভাবেই এটা অসম্ভব এত বেশি ব্যস্ততায় একই পারফর্মেন্স দেখানো। এ কারণে সামঞ্জস্যতা ধরে রাখতে হলে অবশ্যই ভালভাবে বিষয়গুলো পরিচালনা করতে হবে।’ কোহলির কথার সত্যতা পাওয়া গেছে অলরাউন্ডার হারদিক পা-িয়ার চলমান সিরিজ থেকে ছিটকে পড়ার মাধ্যমে। ব্যাঙ্গালুুরুতে অবস্থিত জাতীয় ক্রিকেট একাডেমিতে তিনি থেরাপি নিচ্ছেন বর্তমানে। মূলত অধিক ক্রিকেট ব্যস্ততাই তাকে কিছুটা শারীরিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। এ কারণেই কোহলির এমন আহ্বান।
×