ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এবার বিয়ের আনুষ্ঠানিকতা সেরেনার

প্রকাশিত: ০৬:৪৭, ১৭ নভেম্বর ২০১৭

এবার বিয়ের আনুষ্ঠানিকতা সেরেনার

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে ঢাক-ঢোল পিটিয়ে বিয়ে করতে চলেছেন সেরেনা উইলিয়ামস। হ্যাঁ, ব্রিটিশ টেবলয়েড ডেইলি মেইল তাদের এক প্রতিবেদনে ঠিক এমনটাই জানিয়েছে। তবে কখন, কিভাবে তা সুস্পষ্ট করে বলা হয়নি এখনও। প্রতিবেদনে জানানো হয়, সেরেনা উইলিয়ামসের বিয়ের পরিকল্পনাটা হচ্ছে একেবারেই গোপনে। কে বা কারা থাকছেন অতিথি হিসেবে? সে ব্যাপারেও কোন তথ্য জানা যায়নি। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রায় ২০০ জন অতিথি থাকবেন সেরেনা উইলিয়ামসের বিয়ের এই অনুষ্ঠানে। ভোগের সঙ্গে চুক্তি-স্বাক্ষর করার কারণে তাদের নাম কিংবা ফোন নাম্বার প্রকাশেও রয়েছে সীমাবদ্ধতা। আর আমেরিকান তারকার বিয়ের ব্যয় হিসেবে ধরা হয়েছে এক মিলিয়ন ডলারেরও বেশি। যা বাংলাদেশী টাকায় প্রায় ৮ কোটি টাকা। টেনিস কোর্টের এক উজ্জ্বল তারকা। ২৩টি গ্র্যান্ডস্লাম জিতেছেন তিনি। কোর্টে যে কোন প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন অনায়াসে। কিন্তু প্রেমের ক্ষেত্রে আর দশটি সাধারণ মেয়ের মতোই। গোপনে রোমান্টিক, লাজুক! তাই বাগদানের ঘোষণাটিও সরাসরি দিতে পারেননি। রীতিমতো হেঁয়ালি করেছেন। কবিতায় কবিতায় বলেছেন, অবশ্য অসাধারণ রোমান্টিকতা আর গোছানো তার ভাব প্রকাশ! সবাইকে চমকে দিয়ে গত বছরের ৩০ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম রেড্ডিটে ‘আইথসেইডথইয়েস’ হ্যাশট্যাগে এই ঘোষণা দিয়েছিলেন সেরেনা। রেড্ডিটেরই সহ-প্রতিষ্ঠাতা এ্যালেক্সিস ওহানিয়ানের সঙ্গে বাগদান সেরে নেন তিনি। সম্পর্কটা ছিল তার আগে থেকেই। ২৮ নবেম্বর সেরেনা উইলিয়ামস ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন যেখানে তাদের দু’জনকে বেশ অন্তরঙ্গ মুহূর্তে দেখা যায়। চলতি বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন খেলার সময়ই অন্তঃসত্ত্বা ছিলেন সেরেনা। তবে গত এপ্রিলে সামাজিক মাধ্যমে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছিলেন তিনি। গত সেপ্টেম্বরের প্রথমদিনেই প্রথমবারের মতো কন্যা সন্তানের মা হন সেরেনা উইলিয়ামস। অন্তঃসত্ত্বার কারণে দীর্ঘ এক বছর টেনিস কোর্ট থেকে দূরে থাকার পর আবার হয়তো পুরোপুরিভাবে ফিরতে চলেছেন সেরেনা উইলিয়ামস। সম্প্রতি সেরেনার কোর্টে ফেরার সম্ভাবনা উজ্জ্বল করলেন অস্ট্রেলিয়ান ওপেনের ডিরেক্টর ক্রেগ টাইলি। সাংবাদিক সম্মেলনের পর ক্রেগ বলেন, ‘নিজের খেতাবকে ধরে রাখতে অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে ফিরবেন সেরেনা উইলিয়ামস। টেনিস কোর্টে আমরা ওকে স্বাগত জানাতে প্রস্তুত।’ টাইলি আরও বলেন, ‘মানসিক এবং শারীরিক দিক থেকে যথেষ্ট ফিট সেরেনা। আট সপ্তাহ অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছিল সেরেনা। আগামী বছরের অস্ট্রেলীয় ওপেন ট্রফিতে নিজের নাম দেখতে চান সেরেনা। যেহেতু অস্ট্রেলীয় ওপেনের আদ্যাক্ষর ‘এ ও’ এবং সেরেনার মেয়ে এ্যালেক্সিস অলিম্পিয়ার নামের আদ্যক্ষরও ‘এ ও’, তাই ওই ট্রফিতে নিজের নাম দেখতে চাইছেন সেরেনা।’ আগামী বছরের ১৫ জানুযারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। চলবে ২৮ জানুযারি পর্যন্ত। তবে বিয়েটা কী তার আগেই সেরে নিবেন টেনিসের জীবন্ত কিংবদন্তি? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×