ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটের শীর্ষে ওঠার সুযোগ

প্রকাশিত: ০৬:৪৭, ১৭ নভেম্বর ২০১৭

সিলেটের শীর্ষে ওঠার সুযোগ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) পঞ্চম আসরে ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্সের মধ্যে পয়েন্ট তালিকায় যেন ‘ইঁদুর-বিড়াল’ খেলা হচ্ছে। একবার ঢাকা শীর্ষে ওঠে। পরক্ষণেই আবার সিলেট শীর্ষে উঠে যায়। আজ যেমন ঢাকাকে পেছনে ফেলে সিলেটের শীর্ষে ওঠার সুযোগ রয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় রাজশাহী কিংসের বিপক্ষে খেলা রয়েছে সিলেট সিক্সার্সের। ম্যাচটি জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষে উঠবে সিলেট। একইদিন সন্ধ্যা ৬টায় খুলনা টাইটান্স ও চিটাগং ভাইকিংস ম্যাচ রয়েছে। ম্যাচটিতে খুলনা জিতলে তৃতীয় স্থানে উঠে যাবে। আর চিটাগং জিতলে চতুর্থ স্থানে ওঠার সম্ভাবনা জোরালো। পয়েন্ট তালিকায় এখন ঢাকা আছে সবার ওপরে। সিলেটের সমান ৭ পয়েন্ট নিয়ে রানরেটে অনেক এগিয়ে থেকে ঢাকা শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা সিলেট যদি আজ জিতে তাহলে ঢাকাকে পেছনে ফেলবে। ৯ পয়েন্ট নিয়ে তখন এককভাবে শীর্ষে উঠবে। আর যদি হারে সিলেট তাহলে দ্বিতীয় স্থানেই থাকবে। রাজশাহী তখন জিতে চতুর্থ স্থান দখল করতে পারে। সিলেট হারলে যে দ্বিতীয় স্থানে থাকবে, এখানেও আছে শর্ত। পরের ম্যাচে খুলনা যদি হারে তাহলেই সিলেট হেরেও দ্বিতীয় স্থানে থাকবে। আর যদি সিলেট হারে আর চিটাগংয়ের বিপক্ষে খুলনা জিতে; তাহলে সিলেট তিন নম্বরে চলে যেতে পারে। তখন খুলনা দ্বিতীয় স্থান দখল করতে পারে। সিলেট এবার লীগে এর আগেও রাজশাহীর বিপক্ষে লড়াই করেছে। সিলেটপর্বে রাজশাহীকে ৩৩ রানে হারিয়েছে সিলেট। এ দুইদলের মধ্যকার এবার লীগের দ্বিতীয় ম্যাচ এটি। ম্যাচটিতে রাজশাহীর সামনে প্রতিশোধ নেয়ার সুযোগ আছে। তবে ম্যাচটিতে জিতে সিলেটের পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার সুযোগ আছে। খুলনা ও চিটাগং এবার লীগে দ্বিতীয়বারের মতো লড়াই করবে। ঢাকাপর্ব শুরুর দ্বিতীয়দিনেই এ দুই দল পরস্পরের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হয়। ম্যাচটিতে খুলনা ১৮ রানে জিতে। এবার চিটাগংয়ের সামনেও প্রতিশোধ নেয়ার সুযোগ আছে। সেই সঙ্গে পয়েন্ট তালিকায় অবস্থান আরেকটু মজবুত করারও সুযোগ আছে। তবে খুলনা দলটি শক্তিশালী। দলটি যদি জিততে পারে তাহলে পয়েন্ট তালিকায় ওপরের দিকেই থাকবে।
×