ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের ৩২ দলের বৃত্ত পূরণ করল পেরু

প্রকাশিত: ০৬:৪৬, ১৭ নভেম্বর ২০১৭

বিশ্বকাপের ৩২ দলের বৃত্ত পূরণ করল পেরু

জাহিদুল আলম জয় ॥ দেখতে দেখতে শেষ হয়ে গেল ঘটন-অঘটনের বিশ্বকাপ বাছাইপর্ব। শেষ দল অর্থাৎ ৩২তম দেশ হিসেবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকেট কেটেছে দক্ষিণ আমেরিকার পেরু। এর ফলে দীর্ঘ তিন যুগের অপেক্ষার অবসান ঘটেছে তাদের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ইন্টার-কনফেডারেশন প্লে-অফের দ্বিতীয় লেগে নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের চূড়ান্তপর্বে জায়গা করে নিয়েছে পেরু। নিউজিল্যান্ড ও পেরুর মধ্যকার প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। বিশ্বকাপে যেতে যে কোন ব্যবধানে জিতলেই হতো পেরুর। তবে সহজ জয় দিয়েই রাশিয়ার টিকেট নিশ্চিত করেছে দলটি। এস্টাডিও ন্যাশিওনালে অনুষ্ঠিত ম্যাচের ২৮ মিনিটে দর্শনীয় ভলিতে গোল করে পেরুকে এগিয়ে নেন জেফারসন ফারফান। ৬৫ মিনিটে সেন্টার-ব্যাক ক্রিশ্চিয়ান রামোসের গোলে ১৯৮২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্তপর্বে জায়গা করে নেয় পেরু। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলিকে পেছনে ফেলে পঞ্চম হওয়ায় প্লে-অফের সুযোগ পায় পেরু। প্লে-অফে ওশেনিয়া চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে তারা। এর মধ্য দিয়ে রাশিয়া বিশ্বকাপের ৩২টি দলই চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১ ডিসেম্বর দলগুলোকে নিয়ে ড্র অনুষ্ঠিত হবে। ড্র অনুষ্ঠান হবে রাশিয়ার রাজধানী মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেস কনসার্ট হলে। সেখানে ৩২ দল মোট আটটি গ্রুপ ভাগ হয়ে লড়বে আগামী বছরের জুন-জুলাইয়ের বিশ্বকাপে। অক্টোবরের ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী ড্র’র জন্য চারটি পট-এ আটটি করে দল রাখা হয়েছে। স্বাগতিক রাশিয়ার সঙ্গে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাতটি দল থাকবে এক নম্বর পটে। র‌্যাঙ্কিংয়ের পরের আটটি দল থাকবে পট-২-এ। এভাবে র‌্যাঙ্কিং অনুযায়ী পরের দুটি পটেও আটটি করে দল থাকবে। ইউরোপ ছাড়া অন্য কোন মহাদেশ থেকে একটির বেশি দল এক গ্রুপে পড়বে না। আর ইউরোপ থেকে সর্বোচ্চ দুটি দল কোন গ্রুপে থাকতে পারবে। বাছাইপর্ব পেরিয়ে রাশিয়া বিশ্বকাপে প্রথম দল হিসেবে জায়গা করে নেয় ব্রাজিল। শেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে পেরু। এখন অপেক্ষা এবার গ্রুপপর্ব নির্ধারণের। সেখানেই মিলবে কোন্ দল কার বিরুদ্ধে লড়বে। বাছাইপর্ব যেভাবে এগুচ্ছিল তাতে ধারণা করা হচ্ছিল, এবার সব অঞ্চলের সেরা দেশগুলোই শ্রেষ্ঠত্বের ময়দানে অবতীর্ণ হবে। সেভাবেই সবকিছু এগুচ্ছিল। কিন্তু একটা পর্যায়ে আর্জেন্টিনার বাদ পড়ার শঙ্কা জাগলে আগে থেকেই বিশ্বকাপের আমেজ নষ্ট হতে থাকে! শেষ পর্যন্ত এমন মহাপ্রলয় ঘটেনি। এমন হতে দেননি জাদুকর লিওনেল মেসি। বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে অসাধারণ হ্যাটট্রিক করে মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপের টিকেট পাইয়ে দেন। কিন্তু আক্ষেপ একটু রয়েই যায়। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয় সর্বশেষ দুইবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। হল্যান্ডের বাদ পড়াটা যেন নিশ্চিতই ছিল! গত ইউরোতে কোয়ালিফাই করতে না পারা দেশটি এবার বিশ্বকাপ বাছাইপর্বেও নিদারুণ ব্যর্থ হয়। যে কারণে টোটাল ফুটবলের জনকদের বাদ পড়া একরকম নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। তবে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি যে বিশ্বকাপে খেলতে পারবে না সেটা বোধহয় কেউ আঁচ করতে পারেনি। কিন্তু সেটাই হয়েছে। সরাসরি গ্রুপপর্ব থেকে টিকেট কাটতে না পারা আজ্জুরিদের খেলতে হয় প্লে-অফ। সেখানে সুইডেনের কাছে হেরে ৬০ বছর পর বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির। এসব অপূর্ণতা নিয়েই আগামী জুন-জুলাইয়ে শুরু হবে বিশ্বের সবচেয়ে আকাক্সিক্ষত ক্রীড়া উৎসব। এবার প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলার গৌরব অর্জন করেছে ছোট্ট দেশ আইসল্যান্ড। ওশেনিয়া থেকে সরাসরি কোন দল বিশ্বকাপে জায়গা করে নেয়ার সুযোগ পায় না। ওশেনিয়ার দলগুলোকে তিন রাউন্ডের বাধা পেরিয়ে প্লে-অফে জায়গা করে নিতে হয়। এরপর প্লে-অফের বাধা পেরোলে তবেই বিশ্বকাপের টিকেট মেলে। তবে ওশেনিয়া চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড পেরুর কাছে হেরে যাওয়ায় মহাদেশটির কোন প্রতিনিধি এবারের বিশ্বকাপে নেই।
×