ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে দেড় কোটি টাকার কাপড় আটক

প্রকাশিত: ০৫:৫১, ১৭ নভেম্বর ২০১৭

চট্টগ্রাম বন্দরে দেড় কোটি টাকার কাপড় আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ভুয়া কাগজপত্রে চীন থেকে আমদানি করা প্রায় দেড় কোটি টাকা মূল্যের একটি কাপড়ের চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বন্ড সুবিধায় চালানটি আমদানি করেছিল বন্দরনগরীর চট্টেশ্বরী এলাকার অ্যাপারেল অপশন (প্রাইভেট) লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরে বুধবার চালানটির শতভাগ কায়িক পরীক্ষা সম্পন্ন হয়। কাস্টমস সূত্রে জানা যায়, চীন থেকে আনা এ চালানটি খালাস নিতে গত ৮ নবেম্বর বিল অব এন্ট্রি দাখিল করে আমদানিকারক প্রতিষ্ঠান। চালানটি খালাসের দায়িত্বে ছিল সিএন্ডএফ প্রতিষ্ঠান প্যারাম্যাক্স ইন্টারন্যাশনাল লিমিটেড। সন্দেহ হলে কাস্টমস গোয়েন্দারা খালাস প্রক্রিয়া স্থগিত করে। পরে ইউসিবিএল ব্যাংকের এলসি এবং অন্যান্য কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, এতে জালিয়াতির আশ্রয় নেয়া হয়েছে। কায়িক পরীক্ষায় উন্নতমানের ৩৬ টন পলিস্টার কাপড় পাওযা যায়।
×