ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে হেলে পড়ল নির্মাণাধীন ফ্লাইওভারের ল্যুপ পিলার

প্রকাশিত: ০৫:৫১, ১৭ নভেম্বর ২০১৭

চট্টগ্রামে হেলে পড়ল নির্মাণাধীন ফ্লাইওভারের ল্যুপ পিলার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীতে নির্মাণাধীন আখতারুজ্জামান ফ্লাইওভারের ল্যুপের একটি পিলারের লোহার কাঠামো হেলে পড়েছে। বুধবার রাতে ষোলশহর এলাকায় এ ঘটনা ঘটে। তবে গভীর রাত হওয়ায় এতে হতাহতের কোন আশঙ্কা সৃষ্টি হয়নি। ফ্লাইওভার প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, লুপ নির্মাণের এ পিলারে প্রচুর পরিমাণে লোহা ব্যবহৃত হচ্ছে। অতিরিক্ত ওজনের কারণে সিকিউরিটি লক খুলে যাওয়ায় পিলারটি হেলে পড়েছে। রাতের বেলায় তখন সড়ক ছিল ফাঁকা। সে কারণে কোন ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। চউকের প্রধান প্রকৌশলী ও ফ্লাইওভার প্রকল্পের পরিচালক মাহফুজুর রহমান জানান, যে ঘটনাটি ঘটেছে এটা খুব বড় কোন বিষয় নয়। পিলার ঢালাইয়ের আগে লোহার লেপিং তৈরি করা হচ্ছিল। ওজনে অত্যন্ত ভারি হওয়ায় সিকিউরিটি লক খুলে লোহাগুলো হেলে পড়েছে। পরে আমরা সেগুলো সরিয়ে নিয়েছি। তিনি জানান, এতে বড় ধরনের কোন ক্ষতিও হয়নি। এ ধরনের কাজে ছোটখাটো ঘটনা ঘটতে পারে তা বিবেচনায় নিয়েই রাতের বেলায় কাজ করা হয়। উল্লেখ্য, যানবাহন চলাচলের জন্য ইতোমধ্যে খুলে দেয়া হয়েছে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্যরে আখতারুজ্জামান ফ্লাইওভার। এর ব্যবহার শতভাগ নিশ্চিত করতে এখন চলছে র‌্যাম্প এবং লুপ নির্মাণের কাজ।
×