ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নির্বাচনের আগে সিটি কর্পোরেশনে গৃহকর বৃদ্ধিতে সংসদে ক্ষোভ

প্রকাশিত: ০৫:৪৬, ১৭ নভেম্বর ২০১৭

নির্বাচনের আগে  সিটি কর্পোরেশনে  গৃহকর বৃদ্ধিতে  সংসদে ক্ষোভ

সংসদ রিপোর্টার ॥ হঠাৎ করেই ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গৃহকর (হোল্ডিং) ট্যাক্স কয়েকগুণ বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সরকার ও বিরোধী দলের মন্ত্রী-এমপিরা। নির্বাচনের আগে এমনভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত সরকার সম্পর্কে ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করে তারা সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানান। বৃহস্পতিবার ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে মাগরিবের নামাজের বিরতির পর সংসদ অধিবেশন শুরু হলে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সূত্রপাত করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা। তার অভিযোগের সঙ্গে একমত পোষণ করে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সভাপতির আসনে থাকা ডেপুটি স্পীকার ফজলে রাব্বি মিয়াও আলোচনার সঙ্গে সহমত প্রকাশ করে এ ব্যাপারে নোটিস দিয়ে আলোচনার জন্য সংসদ সদস্যদের পরামর্শ দেন। আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ ফ্লোর নিয়ে বলেন, হঠাৎ করেই কয়েকগুণ হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির যে অভিযোগ উঠেছে তা সঠিক। নিজে টিভিতে দেখেছি বেশকিছু লোক এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখছেন। তিনি বলেন, ট্যাক্স বাড়বে এটা অস্বাভাবিক কিছু না, সব কিছুই দিন দিন বাড়ে। সম্ভবত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কয়েক বছর ধরে ট্যাক্স বাড়ান না। কিন্তু সেইটা যদি এক সঙ্গে বাড়ানো হয় সেটা মানুষ গ্রহণ করবে না।
×