ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অপহরণ বা গুম হওয়া অধিকাংশকে উদ্ধার করা হয়েছে ॥ আইজি

প্রকাশিত: ০৫:৪৫, ১৭ নভেম্বর ২০১৭

অপহরণ বা গুম হওয়া অধিকাংশকে উদ্ধার করা হয়েছে ॥  আইজি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল ইসলাম বলেছেন এ পর্যন্ত যতগুলো অপহরণ বা গুম হয়েছে তাদের অধিকাংশকেই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সব অপহরণ বা গুমের ঘটনায় মামলা বা জিডি হয়েছে। তাদের উদ্ধারের ব্যাপারে গোয়েন্দা ও থানা পুলিশ কাজ করে যাচ্ছে। তাদের উদ্ধারে আমাদের আন্তরিকতার কোন অভাব নেই। আমরা আশাবাদী যারা অপহরণ হয়েছে তাদের উদ্ধার করা সম্ভব হবে। তিনি রোহিঙ্গাদের প্রসঙ্গে বলেন, যেসব রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে আমরা তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে যাচ্ছি। শুধু পুলিশ নয়, প্রশাসনসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে নিরাপত্তা বিধানের জন্য নিয়োজিত আছে। কোন রোহিঙ্গা যাতে অপরাধমূলক কোন কার্যকলাপে জড়িয়ে না পড়ে সে ব্যাপারটাও আমরা নজরে রেখেছি। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর পুলিশ লাইনস ময়দানে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে বিকেলে তিনি পুলিশ লাইনস ময়দানে এসে প্রথমে পুলিশ সমাবেশে অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি পুলিশ সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
×