ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আব্দুল আলী ফকিরের জবানবন্দী

আর্মি ও ইসহাকসহ রাজাকাররা আমার দু’ভাইকে হত্যা করে

প্রকাশিত: ০৫:৪৪, ১৭ নভেম্বর ২০১৭

আর্মি ও ইসহাকসহ রাজাকাররা আমার দু’ভাইকে হত্যা করে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে পটুয়াখালীর রাজাকার ইসহাক সিকদারসহ ৫ রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশনের ৮ম সাক্ষী জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দীতে সাক্ষী আব্দুল আলী ফকির বলেন ,পাকিস্তানী আর্মি ও রাজাকাররা আমার দুই ভাই শামসুল ফকির ও করম আলী ফকিরসহ তিন জনকে গুলি করে হত্যা করে। তারা পটুয়াখালী সার্কিট হাউসে আকটকৃত ভাবি ফুলবানুসহ অন্যান্য মহিলাদের ধর্ষণ করে। জবানবন্দী শেষে আসামি পক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করেন। পরবর্তী সাক্ষীর জন্য ১৯ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মন্ডলসহ চার রাজাকারের মধ্যে পলাতক দুই জনের বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। খুলনার বটিয়াঘাটার সাত রাজাকারের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। পরবর্তী শুনানির জন্য ১৯ নবেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছে। এ সময় প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ- আল- মালুম, মুখলেসুর রহমান বাদল, রিজিয়া সুলতানা চমন, সাবিনা ইয়াসমিন খান মুন্নি।
×