ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীতিমালাগত ছাড় পাচ্ছে যুক্তরাষ্ট্রের ছোট ব্যাংকগুলো

প্রকাশিত: ০৫:২৬, ১৭ নভেম্বর ২০১৭

নীতিমালাগত ছাড় পাচ্ছে যুক্তরাষ্ট্রের ছোট ব্যাংকগুলো

অপেক্ষাকৃত ছোট ব্যাংকগুলোর ওপর থেকে নীতিমালাগত বোঝা কমাতে আইন প্রণয়নে সম্মত হয়েছেন মার্কিন সিনেটররা। একই সঙ্গে গ্রাহকদের সুরক্ষা ব্যবস্থাও উন্নত করতে ইচ্ছুক তারা। এ লক্ষ্যে ২০০৮ সালের আর্থিক সঙ্কটের মুহূর্তে গৃহীত নীতিমালা সংস্কারে একটি চুক্তিতে পৌঁছেছেন সিনেট ব্যাংকিং কমিটির রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যরা। খবর এএফপি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক বছরে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যকার এ চুক্তিটি বিরল দ্বিদলীয় ঐকমত্য। সিনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান রিপাবলিকান মাইক ক্রাপো এক বিবৃতিতে এ প্রসঙ্গে জানান, যে দ্বিদলীয় চুক্তিটিতে আমরা একমত হয়েছি, তার মাধ্যমে আমাদের আর্থিক নীতিমালা কাঠামো আরও উন্নত হবে। অপেক্ষাকৃত ছোট আর্থিক প্রতিষ্ঠান ও কমিউনিটি ব্যাংকগুলোর নীতিমালা পরিবর্তনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। কমিটির নয়জন ডেমোক্রেট চুক্তিটিতে সমর্থন দিয়েছেন। -অর্থনৈতিক রিপোর্টার
×