ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে, হত ১ আহত ১০

প্রকাশিত: ০৮:৪৫, ১৬ নভেম্বর ২০১৭

কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে, হত ১ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৫ নবেম্বর ॥ কুমিল্লায় বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি শিশুর মৃত্যু এবং ১০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে জেলার দেবিদ্বার উপজেলার বাড়েরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাসটি জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবিদ্বার উপজেলার বাড়েরা এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গভীর খাদে পড়ে যায়। ঘটনার পর ফায়ার সার্ভিস, থানা ও হাইওয়ে পুলিশ ২টি রেকার নিয়ে উদ্ধার অভিযান শুরু করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত বাসটি খাদ হতে ওপরে টেনে তোলে। দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, গাড়ির ভেতরে ২৫/৩০ জন যাত্রী থাকলেও স্থানীয়দের সহায়তায় যাত্রীরা গাড়ি থেকে বের হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
×