ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লেকহেড স্কুল খুলে দেয়ার নির্দেশ স্থগিত

প্রকাশিত: ০৮:৪১, ১৬ নভেম্বর ২০১৭

লেকহেড স্কুল খুলে দেয়ার নির্দেশ স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গীবাদ ও উগ্রবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বন্ধ থাকা রাজধানীর গুলশান ও ধানম-ির লেকহেড গ্রামার স্কুলের দু’টি শাখা ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেয়া সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ আগামী রবিবার পর্যন্ত স্থগিত করেছে চেম্বারজজ আদালত। ওইদিন আপীল বিভাগের নিয়মিত পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদ বিবরণী দাখিল না করার (নন-সাবমিশন) মামলায় সাভারের আলোচিত রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে, এই মামলায় সোহেল রানার ৩ বছরের সাজার বিরুদ্ধে করা আপীল শুনানির জন্য মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে আপীল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চেম্বারজজ আদালত হাইকোর্টের রায় স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়। আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রানা প্লাজার মালিকের জামিন নামঞ্জুর দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদ বিবরণী দাখিল না করার (নন-সাবমিশন) মামলায় সাভারের আলোচিত রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে, এই মামলায় সোহেল রানার ৩ বছরের সাজার বিরুদ্ধে করা আপীল শুনানির জন্য মঞ্জুর করেছে আদালত। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন। পল্লী বিদ্যুতায়ন কর্মকর্তার হাইকোর্টে ক্ষমা প্রার্থনা আদালতের আদেশ অমান্য করায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মানবকল্যাণ বিভাগের পরিচালক মোঃ দহিদুল ইসলাম স্বশরীরে হাজির হয়ে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছেন। বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তিনি উপস্থিত হয়ে মৌখিকভাবে ক্ষমার আবেদন করেন। আদালত তার মৌখিক আবেদন নাকচ করে। বিষয়টি লিখিত আকারে আদালতে দাখিল করতে নির্দেশ দেয়। পরে এ বিষয়ে আদেশের জন্য আগামী সোমবার দিন ধার্য করে আদালত। আদালতে চাকরিচ্যুত কর্মীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার তাজরুল ইসলাম। দহিদুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী সালাউদ্দিন।
×