ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাশের দেশগুলোর তুলনায় গ্যাসের মূল্য কম ॥ বিদ্যুত প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৮:০৫, ১৬ নভেম্বর ২০১৭

পাশের দেশগুলোর তুলনায় গ্যাসের মূল্য কম ॥ বিদ্যুত প্রতিমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ সম্প্রতি মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশে গ্যাসের মূল্য পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় কম। ফলে দেশের মানুষ তুলনামূলকভাবে নিম্ন মূল্যে বিদ্যুত ও সার ক্রয় করতে পারছে। তবে বর্তমানে সরবরাহের তুলনায় চাহিদা অধিক থাকায় নন-বাল্ক খাতে সংযোগ বন্ধ রাখা হয়েছে। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের প্রশ্নের জবাবে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানান। তিনি বলেন, গ্যাসের উৎপাদন, ট্রান্সমিশন, বিতরণ অনুসন্ধান ইত্যাদি খাতে পরিচালনা ব্যয় এবং বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় গ্রাহক পর্যায়ে মূল্য বিতরণ করতে হয়েছে। তিনি জানান, গ্যাসের সরবরাহ বৃদ্ধির উদ্দেশ্যে এলএনজি আমদানির জন্য সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। আশা করা যায়, ২০১৮ সাল নাগাদ এক হাজার এমএসসিএফডি সমতুল্য এলএনজি সরবরাহ শুরু হলে গ্যাস সঙ্কট কিছুটা নিরসন হবে। এ সময় হতে শিল্প খাতে সংযোগ প্রদান বর্ধিত করা হবে। আবাসিক খাতে পাইপলাইনের গ্যাসের পরিবর্তে এলপিজি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। সরকার দলীয় সংসদ সদস্য বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিদ্যুত খাতের উন্নয়নের জন্য ইতোমধ্যে ২টি কোম্পানির শেয়ার অফলোড করা হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ২৩ দশমিক ৭৫ শতাংশ এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ৩৫ ভাগ শেয়ার। আওয়ামী লীগের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগর গাজীর প্রশ্নের জবাবে বিদ্যুত প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে সরকারী পর্যায়ে স্থাপিত বিদ্যুত উৎপাদন ক্ষমতা ৫ হাজার ৪৮৫ মেগাওয়াট, যা মোট স্থাপিত উৎপাদন ক্ষমতার প্রায় ৪০ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের বাল্ক বিক্রয়মূল্য ছিল ৪ টাকা ৮৫ পয়সা।
×