ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জোড়-বিজোড়ের বিরুদ্ধে আর্জি খারিজ

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ নভেম্বর ২০১৭

জোড়-বিজোড়ের বিরুদ্ধে আর্জি খারিজ

ভারতের রাজধানী দিল্লীতে দূষণ রোধে চালু জোড়-বিজোড় নীতির আওতা থেকে দু’চাকার যান ও নারী চালক রেহাই পেলেন না। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল সরকারের আর্জি মঙ্গলবার খারিজ করে দিল জাতীয় গ্রীন ট্রাইব্যুনাল। রাজ্য পরিবহনের বাসের সংখ্যা যত, তাতে রাস্তায় বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি হলে মানুষকে নাজেহাল হতে হবে যানসঙ্কটে। তাছাড়াও রাস্তাঘাটে নারীদের বাইকের মতো দু’চাকার যান বেশি চলতে দেখা যায়। -টাইমস অব ইন্ডিয়া বিশ্বের প্রথম ভাসমান দেশ প্রশান্ত মহাসাগরের ওপর তাহিতির কাছে তৈরি হচ্ছে এক ভাসমান দেশ। ২০২০ সালের মধ্যেই অস্ট্রেলিয়া থেকে মাত্র চার হাজার নয় শ’ মাইল দূরে তৈরি হবে দেশটি। হোটেল, ঘরবাড়ি, রেস্তরাঁসহ পেপাল সংস্থা প্রায় ছয় কোটি মার্কিন ডলার খরচ করে এটি তৈরি করছে। ভবনগুলোতে ব্যবহার করা হয়েছে বাঁশ, নারকেলের ছোবড়া, কাঠ ও প্লাস্টিক। ফ্রেঞ্চ পলিনেসিয়ান সরকারের তৈরি প্রায় এক শ’ একর এলাকায় ১১৮টি উপত্যকার দুই লাখ মানুষ একসঙ্গে থাকতে পারবেন। -ইন্টারনেট
×