ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্যাবলেটে সেন্সর, না খেলে ধরে ফেলবেন ডাক্তার

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ নভেম্বর ২০১৭

ট্যাবলেটে সেন্সর, না খেলে ধরে ফেলবেন ডাক্তার

যুক্তরাষ্ট্রে এই প্রথম একটি ট্যাবলেটের বিক্রির জন্য অনুমোদন দেয়া হয়েছে যেটির সঙ্গে হজমযোগ্য সেন্সর যুক্ত থাকবে। এতে রোগী ওষুধ খেয়েছে কিনা চিকিৎসকরা তা বুঝতে পারবেন। এ্যাবিলিফাই মাইসাইট (এ্যারিপিপ্রাজোল) ট্যাবলেটটি সিজোফ্রেনিয়া, মানসিক ব্যাধি ও বিষন্নতার জন্য ব্যবহার করা হয়। খবর বিবিসি ও এএফপির। মার্কিন ফুড এ্যান্ড ড্রাগ এ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে সোমবার বিকেলে জানায়, রোগীর শরীরে একটি প্যাঁচ পরানো থাকবে যেটি শরীরের ভেতর এই ওষুধের ক্রিয়াকর্মের তথ্য তার মোবাইলে পাঠাতে পারবে। রোগীর অনুমতি থাকলে সেই তথ্য তার চিকিৎসকের কাছেও চলে যাবে। এতে ডাক্তার, সেবাদানকারী ব্যক্তি, বন্ধু অথবা পরিবারের সদস্য এই ওয়েবভিত্তিক পোর্টালের মাধ্যমে তথ্যটি জেনে যাবেন। সেন্সর প্রযুক্তি ও এর উপায়টি প্রোটেয়াস ডিজিটাল হেলথ তৈরি করেছে। যা যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে রোগীর ওষুধ সেবনের শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে। এই ট্যাবলেটের ভেতরে একটি বালুকণা আকৃতির সেন্সর রয়েছে; যা পাকস্থলীর রসের সঙ্গে সংস্পর্শের সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে উঠবে। ৩০ মিনিট থেকে দুই ঘণ্টার মধ্যে বাইরে থেকে বোঝা যাবে ওষুধটি শরীরে ঢুকেছে কি ঢোকেনি। মার্কিন ফুড এ্যান্ড ড্রাগ এ্যাডমিনিস্ট্রেশন কর্মকর্তা মিচেল ম্যাটিস বলছেন, মানসিক রোগীদের ওষুধ খাওয়া নজরদারি করা গেলে অন্য রোগীদের জন্যও এই প্রক্রিয়া কাজে লাগতে পারে। তিনি আরও বলেন, রোগী ও চিকিৎসকদের সুবিধায় প্রযুক্তির প্রয়োগ তারা সব সময় উৎসাহিত করবেন।
×