ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আট দফা দাবিতে অটোশ্রমিক ঐক্য পরিষদের কর্মসূচী

প্রকাশিত: ০৫:৫৬, ১৬ নভেম্বর ২০১৭

আট দফা দাবিতে অটোশ্রমিক ঐক্য পরিষদের কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ চালকদের মধ্যে নতুন অটোরিক্সা বরাদ্দ এবং সম্প্রতি চালু হওয়া এ্যাপনির্ভর পরিবহন সেবা বন্ধ করাসহ আট দফা দাবিতে ধর্মঘটসহ এক মাসের কর্মসূচী ঘোষণা করেছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে শ্রমিক ঐক্য পরিষদের ঢাকা জেলা কমিটির সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল কর্মসূচী ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছে, আগামী ২৭ নবেম্বর থেকে ৪৮ ঘণ্টা ঢাকা ও চট্টগ্রামে ধর্মঘট পালন করবেন অটোরিক্সা চালকরা। তারপরও দাবি পূরণ না হলে ১৫ জানুয়ারি থেকে দুই মহানগরে তাদের লাগাতার ধর্মঘট শুরু হবে। তিনি বলেন, আট দফা দাবিতে ১৯ নবেম্বর তারা চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন। ২২ নবেম্বর জাতীয় প্রেসক্লাবে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করা হবে। ৩০ নবেম্বর চট্টগ্রামে শ্রমিক সমাবেশ এবং ১০ ডিসেম্বর বিআরটিএ ঘেরাও করা হবে। এর মধ্যে দাবি পূরণ না হলে তারা ধর্মঘটে যেতে বাধ্য হবেন। ঐক্য পরিষদের আট দফার মধ্যে রয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচল করা মেয়াদোত্তীর্ণ অটোরিক্সা অপসারণ করে নতুন অটোরিক্সা প্রতিস্থাপন, ঢাকায় চালকদের নামে পাঁচ হাজার এবং চট্টগ্রামে চার হাজার অটোরিক্সা বিতরণ, উবার, পাঠাওয়ের মতো এ্যাপনির্ভর পরিবহন সেবা বন্ধ করা, খসড়া সড়ক পরিবহন আইন থেকে ‘শ্রমিক স্বার্থবিরোধী’ ধারা বাতিল, ড্রাইভিং লাইসেন্স নবায়নে ব্যবহারিক পরীক্ষা বন্ধ করা, অননুমোদিত পার্কিংয়ের জন্য মামলা না করা, চালকদের ‘হয়রানি’ বন্ধ করা, নিবন্ধিত অটোরিক্সা চালকদের ঢাকা জেলার সব জায়গায় চলাচলের অনুমতি দেয়া।
×