ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১২ সোনার বারসহ শাহজালালে আটক ১

প্রকাশিত: ০৫:৫৪, ১৬ নভেম্বর ২০১৭

১২ সোনার বারসহ শাহজালালে আটক ১

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আরও একজনকে সোনাসহ আটক করেছে। তার নাম ইকবাল হোসেন চৌধুরী। মঙ্গলবার রাতে গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগের বিমানবন্দর জোনাল টিম ১২টি সোনার বারসহ তাকে আটক করে। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্যাক্সিক্যাবও জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ইকবাল হোসেন চৌধুরী জানায়, সে দীর্ঘদিন ধরে চোরাচালান চক্রের অন্যান্য সদস্যের মাধ্যমে চোরাপথে বাংলাদেশে সোনা পাচারে জড়িত। তারা বিদেশ থেকে চোরাপথে সোনা নিয়ে আসে। মঙ্গলবার বিকেলে ইকবাল বিমানবন্দর থানাধীন গোলচত্বর পুলিশ বক্সের সামনে অবস্থান করছিল। এমন সময় গোপন সংবাদের মাধ্যমে টিম ইনচার্জ জানতে পেরে সেখানে হানা দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। ইকবাল খিলক্ষেতের দিকে যাচ্ছিল। ঢাকা মেট্রো-প-১১-৫৭৫৭ নম্বরের একটি ট্যাক্সিযোগে কাওলার মোড়ে পৌঁছার পরই তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশির সময় সে কালো রঙের ফুলপ্যান্টের ডান পকেট হতে নিজ হাতে সোনার বার বের করে দেয়। আসামিকে জিজ্ঞাসা করলে সে আরও তিন চার জনের নাম প্রকাশ করে যারা স্বর্ণের বারের মালিক।
×