ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাকা লিট ফেস্ট শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ০৫:৫৩, ১৬ নভেম্বর ২০১৭

ঢাকা লিট ফেস্ট শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ দেশ-বিদেশের সাহিত্যিক, শিল্পী, চিন্তাবিদসহ মননশীল ব্যক্তিত্বদের অংশগ্রহণে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে সপ্তম ঢাকা লিট ফেস্ট। বাংলা একাডেমি প্রাঙ্গণে তিন দিনের আন্তর্জাতিক এ সাহিত্য সম্মেলনের আয়োজন করেছে যাত্রিক। এবারের উৎসবে ২৪টি দেশের দুই শতাধিক লেখক-সাহিত্যিক অংশ নেবেন ৯০টির বেশি অধিবেশনে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন পরিচালনা করছেন কথাসাহিত্যিক কাজী আনিস আহমেদ, কবি সাদাফ সায্দ্দকী ও কবি আহসান আকবর। এবারের উৎসবের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন, সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক। ১৬ থেকে ১৮ নবেম্বর পর্যন্ত তিন দিনে ৯০টির বেশি অধিবেশনে বিশ্বের সমসাময়িক বিষয়াদির পাশাপাশি সাহিত্য, প্রকাশনা, অনুবাদ সাহিত্যের হালহকিকত, সাহিত্যে নারী ও শিশুর ভূমিকা নিয়েও আলোচনা করবেন সাহিত্যের দিকপালরা। লিট ফেস্টে বিদেশী অতিথিদের মধ্যে এবার অংশ নেবেন সিরিয়ার কবি আদোনিস, নাইজেরিয়ার সাহিত্যিক বেন ওক্রি, অভিনেত্রী টিল্ডা সুইন্টন, মার্কিন সাহিত্যিক লিওনেল শ্রিভার, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারতীয় কথাসাহিত্যিক নবনীতা দেব সেন, কথাসাহিত্যিক উইলিয়াম ড্যালরিম্পেল, লেখক এসথার ফ্রয়েড প্রমুখ। বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক, সৈয়দ মনজুরুল ইসলাম, মঈনুল আহসান সাবের, আলী যাকের, সেলিনা হোসেন, শামসুজ্জামান খান, আনোয়ারা সৈয়দ হক, আসাদ চৌধুরী, হেলাল হাফিজ, আনিসুল হক, সলিমুল্লাহ খান, কায়সার হক, খাদেমুল ইসলামসহ দেড় শতাধিক সাহিত্য ব্যক্তিত্ব থাকবেন। এছাড়া এবারই প্রথমবারের মতো ব্রিটিশ সাহিত্য জার্নাল ‘গ্রান্টার’ মোড়ক উন্মোচন হবে লিট ফেস্ট প্রাঙ্গণে। দক্ষিণ এশিয়ার সম্মানজনক সাহিত্য পুরস্কার ‘ডিএসসি পুরস্কার’ এবং দ্বিতীয়বারের মতো জেমকন সাহিত্য পুরস্কার ঘোষণা দেয়া হবে লিট ফেস্টে। উইলিয়াম ডালরিম্পল আসছেন কোহিনূর নিয়ে একটি অধিবেশন করতে। অস্কার বিজয়ী অভিনেত্রী টিলডা সুইন্টোন আসছেন লেখক-বন্ধু জন বার্জারকে স্মরণ করতে। বিশ্বখ্যাত সাহিত্য ম্যাগাজিন গ্রান্টার সম্পাদক আসছেন তাদের পত্রিকার মোড়ক উন্মোচন করতে। নবনীতা দেব সেন আসছেন তার সাহিত্য জীবন নিয়ে আলোচনা করতে। উপন্যাসিক ডেভিড হেয়ার, ম্যান বুকার জয়ী বেন ওক্রিরা আসছেন বাংলাদেশের সঙ্গে নিজেদের সাহিত্যকর্ম তুলে ধরতে।
×