ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাল্যবিবাহ রোধে কমিউনিটি রেডিও’য় ক্যাম্পেন শুরু হচ্ছে

প্রকাশিত: ০৫:৫২, ১৬ নভেম্বর ২০১৭

বাল্যবিবাহ রোধে কমিউনিটি রেডিও’য় ক্যাম্পেন শুরু হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি রেডিওর মাধ্যমে চলতি নবেম্বর মাস থেকে শুরু হচ্ছে বিশেষ ব্যতিক্রমী ক্যাম্পেন। দুই মাস ব্যাপী এই ক্যাম্পেন চলবে আগামী ডিসেম্বর পর্যন্ত। দেশের ১৭টি কমিউনিটি রেডিওর মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধের উদ্যোগ সম্পর্কে ১১ বিষয়ে স্থানীয় ভাষায় ১৩টি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার করবে। স্থানীয় নির্ধারিত সময় অনুযায়ী প্রতি শনিবার ও বুধবার এসব অনুষ্ঠান সম্প্রচার হবে। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে কমিউনিটি রেডিওর মাধ্যমে ‘বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক ক্যাম্পেনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোশাররফ হোসেন। সভা প্রধান হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস এ্যান্ড ডাইভারসিটি, সামাজিক ক্ষমতায়ন এবং সমন্বিত উন্নয়ন কর্মসূচীর পরিচালক আন্না মিনজ্। বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক ও বাংলাদেশ কমিউনিটি রেডিও এ্যাসোসিয়েশন (বিসিআরএ)-এর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জেন্ডার, জাস্টিস এ্যান্ড ডাইভারসিটির কর্মসূচী সমন্বয়ক নিশাত সুলতানা।
×