ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণভবন থেকে সিইসিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৫১, ১৬ নভেম্বর ২০১৭

গণভবন থেকে সিইসিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গণভবন থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী চায় না। তাই সিইসিও সেনা মোতায়েন হবে না বলে জানিয়েছেন। বুধবার বিকেলে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মেলার অডিটোরিয়ামে বিএনপির অঙ্গ সংগঠন জাসাস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, পুলিশের অনুমতির ওপর এখন দেশের গণতন্ত্র নির্ভর করছে। পুলিশ অনুমতি দিলে বিরোধী দল সভা-সমাবেশ করতে পারছে। আর পুলিশ অনুমতি না দিলে করা যাচ্ছে না। এই হলো দেশে গণতন্ত্রের নমুনা। দেশ এখন আতঙ্কের রাষ্ট্রে পরিণত হয়েছে অভিযোগ করে তিনি বলেন সরকার দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা চাইবেন দেশে তাই হবে, এভাবেই এখন দেশ চলছে। প্রধানমন্ত্রীর ইচ্ছেতেই প্রধান বিচারপতি এস কে সিনহাকে সরানো হয়েছে। এ ঘটনা দেশের ইতিহাসে নজিরবিহীন। খালেদা জিয়াকে সাজা দিতে প্রধান বিচারপতিকে অপসারণ করা হয়েছে- দুদু ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সাজা দিতে প্রধান বিচারপতিকে অপসারণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহা সরকারের অনুগত ছিলেন না বলে তাকে জোর করে অপসারণ করা হয়েছে। সম্ভবত এখন যাদেরকে নিয়োগ দেয়া হবে তারা সরকারের অনুগত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে দ্রুত সাজা দিতে চাচ্ছেন। আর সেজন্যই কোর্টকে কাজে লাগানো হচ্ছে।
×