ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তরুণ প্রজন্মকে রাজনীতিতে আগ্রহী করে তুলতে হবে ॥ স্পীকার

প্রকাশিত: ০৫:৫১, ১৬ নভেম্বর ২০১৭

তরুণ প্রজন্মকে রাজনীতিতে আগ্রহী করে তুলতে হবে ॥ স্পীকার

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এই তরুণেরা দেশের সম্পদ। তাই তরুণ প্রজন্মকে সংসদ, গণতন্ত্র ও রাজনীতিতে আগ্রহী করে তুলতে হবে। তারুণ্যের এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে শীঘ্রই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বুধবার জাতীয় সংসদ ভবনে স্পীকারের কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার মি. ডেরেক লো সৌজন্য সাক্ষাত করতে এলে স্পীকার এসব কথা বলেন। সাক্ষাতকালে তারা দু’দেশের মধ্যে বাণিজ্য প্রসারের ওপর গুরুত্বারোপ করেছেন। এ সময় স্পীকার আরও বলেন, একই বছরে কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) ও ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)’র মতো বৃহৎ দু’টি আন্তর্জাতিক গণতান্ত্রিক সংগঠনের সম্মেলনের সফল আয়োজন করে বাংলাদেশ বিশ্বের কাছে তার সক্ষমতা প্রমাণ করেছে। সাক্ষাতকালে হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের নিবিড় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
×