ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রাথমিক সমাপনীতে এবার অংশ নিচ্ছে প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী

প্রকাশিত: ০৫:৫০, ১৬ নভেম্বর ২০১৭

প্রাথমিক সমাপনীতে এবার অংশ নিচ্ছে প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার অংশ নিচ্ছে মোট ৩০ লাখ ৯৬ হাজার ৬৫ জন খুদে শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিকে ২৮ লাখ চার হাজার ৫০৯ জন এবং মাদ্রাসার ইবতেদায়িতে দুই লাখ ৯১ হাজার ৫৫৬ জন পরীক্ষার্থী। আর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১২ লাখ ৯৯ হাজার ৯৮৫ জন ও ছাত্রী ১৫ লাখ চার হাজার ৫২৪ জন। প্রাথমিকে ছাত্রের চেয়ে ছাত্রী সংখ্যা এক লাখ ৮৯ হাজার ৮০১ জন বেশি। এই দুই পরীক্ষায় গত বছর মোট ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন অংশ নিয়েছিল। সে হিসেবে এবার পরীক্ষার্থী কমেছে এক লাখ ৩৪ হাজার ২১৩ জন। ২০১৫ সালে ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন খুদে শিক্ষার্থী এই সমাপনীতে অংশ নিয়েছিল। আগামী ১৯ নবেম্বর সারাদেশে একযোগে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। বুধবার নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ তথ্য তুলে ধরে বলেন, পরীক্ষার্থীর সংখ্যা এবার কমেছে প্রায় ৪ শতাংশ। ভুয়া শিক্ষার্থীর তালিকা তৈরি বন্ধ হওয়ার কারণে পরীক্ষার্থী কমেছে। তিনি আরও বলেন, আগে যখন শতভাগ শিক্ষার্থী উপবৃত্তি পেত না, তখন ভুয়া তালিকা তৈরি করে সরকারের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে স্কুল কর্তৃপক্ষ সব শিক্ষার্থীকে বৃত্তি পাইয়ে দেয়ার ব্যবস্থা করত। বর্তমানে শহর, বন্দর, নগর ও মহানগরে শতভাগ বৃত্তি দেয়া হচ্ছে জানিয়ে গণশিক্ষামন্ত্রী বলেন, ‘কোন জায়গা উপবৃত্তির বাইরে নেই। কম্পিউটারাইজড পদ্ধতিতে, অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এখন যে কাজগুলো করা হচ্ছে, তার ফলে যেসব জায়গায় ল্যাপসগুলো ছিল, সেটা ক্লিয়ার করতে পেরেছি।’ টানা দুই বছর কেন পরীক্ষার্থী কমল- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তা গবেষণার বিষয়। আমি পরিসংখ্যানবিদ নই। তবে ক্লাসে যা থাকবে তার থেকে বেশি করে দেখানোর কোন সুযোগ নেই।’ দেশের সাত হাজার ২৬৭টি এবং বিদেশের ১২টি কেন্দ্রে এবার সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৯ নবেম্বর শুরু হয়ে পরীক্ষা চলবে ২৬ নবেম্বর পর্যন্ত। প্রশ্নপত্র ফাঁসে জিরো টলারেন্স নীতি ॥ প্রশ্নপত্র বিশেষ নিরাপত্তায় জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে দেয়া হয়েছে জানিয়ে গণশিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। দুর্গম এলাকার ২০৪টি কেন্দ্রে প্রশ্ন পাঠানো হয়েছে বিশেষ ব্যবস্থায়। পরীক্ষার দিন উপজেলা থেকে কেন্দ্র সচিবের কাছে পৌঁছে দেয়া হবে। পরীক্ষার দায়িত্ব পালনে অবহেলা বা অনিয়মের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।’ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার করা যাবে না- জানিয়ে তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের যত প্রকার ছিদ্র এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে, যে ছিদ্রগুলো দিয়ে পানি আসতে পারে, সবটাই বন্ধ করার আমরা চেষ্টা করছি।’ প্রশ্ন ফাঁস ঠেকাতে গত বছর থেকে দেশের ৬৪ জেলাকে বিশেষ আটটি অঞ্চলে ভাগ করে আট সেট প্রশ্ন ছাপিয়ে এই পরীক্ষা নেয়া হচ্ছে। প্রাথমিক সমাপনী পরীক্ষার সূচী ॥ সূচী অনুযায়ী, আগামী ১৯ নবেম্বর ইংরেজী, ২০ নবেম্বর বাংলা, ২১ নবেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নবেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৩ নবেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৬ নবেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইবতেদায়ী পরীক্ষার সূচী ॥ ১৯ নবেম্বর ইংরেজী, ২০ নবেম্বর বাংলা, ২১ নবেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নবেম্বর আরবী, ২৩ নবেম্বর কুরআন ও তাজবিদ এবং ২৬ নবেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
×