ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পার্টনারের হুমকি

প্রাণনাশের আশঙ্কা প্রতারিত ব্রিটিশ নাগরিকের

প্রকাশিত: ০৫:৪৩, ১৬ নভেম্বর ২০১৭

প্রাণনাশের আশঙ্কা প্রতারিত ব্রিটিশ নাগরিকের

স্টাফ রিপোর্টার ॥ এক ব্যবসায়ীর প্রতারণায় দিশেহারা বলে দাবি করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রকৌশলী হাবিবুর রহমান লাবু। তার দাবি, পার্টনারের হুমকির মুখে তিনি রীতিমতো জীবননাশের আশঙ্কা করছেন। তাকে নানাভাবে লন্ডনে ফেরত যেতে হুমকি দেয়া হচ্ছে। বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় ও ব্রিটিশ সরকারকে অবহিত করেছেন। ব্রিটেনের বিভিন্ন তদন্ত ও গোয়েন্দা সংস্থা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। দৈনিক জনকণ্ঠের প্রধান কার্যালয়ে সশরীরে এসে এমনটাই দাবি করেন প্রকৌশলী হাবিবুর রহমান। তার দাবি, তিনি ২০০৭ সাল থেকে ব্রিটিশ নাগরিক। মূল বাড়ি রংপুর জেলার কোতোয়ালি থানাধীন পক্ষিফান্দার কেরানীহাটে। ২০১২ সালে এলাকায় থাকা এইচ বি এল ইটভাঁটিটি আশরাফ আলী নামে একজনের কাছে অগ্রিম হিসেবে ৩০ লাখ টাকা বায়না নিয়ে বছরে ৫ লাখ টাকায় ৪ বছরের জন্য লিজ দেন। ২ বছর পর আশরাফ আলী কোন ধরনের আগাম নোটিস ছাড়াই ব্যবসা ছেড়ে চলে যান। এতে তার প্রায় কোটি টাকা ক্ষতি হয়। পরবর্তীতে বিষয়টির সুরাহা করতে তিনি আশরাফ আলীকে উকিল নোটিস দেন। এরপর একদিন তাকে আশরাফ আলী লোকজন দিয়ে অপহরণ করে ২টি শূন্য স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে রাখেন। এরপর থেকেই আশরাফ আলী নানাভাবে তাকে হুমকি দিয়ে আসছে। এমনকি তাকে লন্ডনে ফেরত যেতে নানাভাবে চাপ দিয়ে আসছে। এ বিষয়ে আশরাফ আলীর বক্তব্য পাওয়া যায়নি।
×