ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গুম ও নিখোঁজের সংখ্যা অনেক কমে গেছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪১, ১৬ নভেম্বর ২০১৭

গুম ও নিখোঁজের সংখ্যা অনেক কমে গেছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে গুম ও নিখোঁজের সংখ্যা অনেক কমে গেছে। বুধবার সকালে রাজধানীর শহীদ সোহ্রাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। সম্প্রতি নিখোঁজ সিজারকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, অচিরেই তাকে উদ্ধার করা হবে। অনেক নিখোঁজের ঘটনাকে প্রথমে গুম বলা হয়। কিন্তু পরে দেখা যায়, নিখোঁজ ব্যক্তি নিজে থেকেই ফিরে এসেছেন। অনলাইন নিউজপোর্টাল পূর্বপশ্চিমবিডি সিনিয়র রিপোর্টার উৎপল দাস গত ১০ অক্টোবর ঢাকার মতিঝিলের অফিস থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুমের সংখ্যা, নিখোঁজের সংখ্যা আপনি যদি বলেন, আমি সেই একই কথা বলব, আমাদের অনেক কমে গিয়েছে। এখন আলোচিত একজন নিখোঁজ হয়ে গিয়েছেন, গোয়েন্দারা চেষ্টা করছেন তাকে উদ্ধার করার জন্য। আমি আশা করি, যে কোন সময় উদ্ধার হয়ে যাবে। মন্ত্রী জানান, রংপুরে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার ঘটনায় তদন্ত চলছে। এরই মধ্যে যার ফেসবুক এ্যাকাউন্ট থেকে ঘটনার সূত্রপাত, তাকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে। সোহ্রাওয়ার্দী হাসপাতালে এই মর্গ চালু হওয়ায় রাজধানীতে ময়নাতদন্তের রিপোর্ট আরও সহজলভ্য হবে বলে জানান তিনি। এ নিয়ে বর্তমানে রাজধানীতে বর্তমানে ময়নাতদন্তকারী হাসপাতালের সংখ্যা তিনটি হলো। এ ছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালেই বৃহত পরিসরেই ময়নাতদন্তের ব্যবস্থা রয়েছে।
×