ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ঘরে তালা দিয়ে হিন্দু দম্পতিকে পুড়িয়ে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৫:৩৯, ১৬ নভেম্বর ২০১৭

বাগেরহাটে ঘরে তালা দিয়ে হিন্দু দম্পতিকে পুড়িয়ে হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে এবার ঘুমন্ত এক হিন্দু দম্পতিকে হত্যার জন্য বাইরে থেকে দরজায় তালা দিয়ে ঘরে আগুন দেয়া হয়েছে। আগুনে বসত এবং রান্নাঘরসহ টিভি, ফ্রিজ, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ সব মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। মঙ্গলবার আনুমানিক রাত দেড়টার দিকে উপজেলা সদরের আরুলিয়া গ্রামের ঋষিকেশ ম-লের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে পার্শ্ববর্তী সুনীল ম-লের রান্নাঘরটিও পুড়ে যায়। তবে ঋষিকেশ ম-ল ও তার স্ত্রী শেফালী রানী ম-ল প্রতিবেশীর সহায়তায় দরজা ভেঙ্গে বাইরে বের হয়ে আসায় প্রাণে রক্ষা পেয়েছেন। প্রতিপক্ষরা জমি সংক্রান্ত বিরোধের জেরে পুড়িয়ে হত্যার উদ্দেশে পরিকল্পিতভাবে এই আগুন দিয়েছে বলে ক্ষতিগ্রস্ত দম্পতি অভিযোগ করেছেন। বসতঘর পুড়ে যাওয়ায় এ পরিবারটি এখন খোলা আকাশের নিচেই বসবাস করছে। বুধবার সকালে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ ক্ষতিগ্রস্ত ঋষিকেশের বাড়ি পরিদর্শন করে ঘর তৈরির জন্য তাৎক্ষণিকভাবে চার বান্ডিল ঢেউটিন দিয়েছেন। চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন দিয়েছেন নগদ দশ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত ঋষিকেশ ম-ল অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় ফারুক শেখ ও নরেশ গোসাইয়ের সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ চলছে। তারা আমাকে ভিটামাটি থেকে উৎখাত করতে পাঁচটি মিথ্যা মামলা দিয়েছে। তার মধ্যে আমি তিনটায় বেকসুর খালাস পেয়েছি, আরও দুটি মামলা বিচারাধীন। প্রতিদিনের মতো আমি ও আমার স্ত্রী রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক দেড়টার দিকে একদল দুর্বৃত্ত আমার বাড়িতে ঢুকে আমার ঘরে বাইরে থেকে তালা দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে আমি ও আমার স্ত্রী ঘুম থেকে উঠে দরজা ভেঙ্গে বাইরে আসতে চেষ্টা করি। একপর্যায়ে আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙ্গে উদ্ধার করে। আগুনে আমার দুটি ঘর ও আমার কাকাত ভাই পাশের সুনীল ম-লের একটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে আমার অন্তত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার প্রতিপক্ষ ফারুক ও নরেশ বিভিন্ন সময় আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তারা পরিকল্পিতভাবে পুড়িয়ে হত্যা করতে দরজায় তালা দিয়ে ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ তার। চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্ত ঋষিকেশকে নগদ দশ হাজার টাকা সাহায্য দেয়া হয়েছে। তার সঙ্গে স্থানীয় ফারুক ও নরেশের জমি নিয়ে বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে কি না তদন্ত করতে পুলিশের কাছে দাবি জানান তিনি। চিতলমারী থানার ওসি অনুকুল চন্দ্র বলেন, কারা এই বাড়িতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। শীঘ্রই অপরাধীদের শনাক্ত এবং গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি আশা করেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন। এ বিষয়ে কথা বলতে ফারুক শেখ ও নরেশ গোসাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের বাড়িতে পাওয়া যায়নি।
×