ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রসিক নির্বাচন

মেয়র পদে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

প্রকাশিত: ০৪:১৪, ১৬ নভেম্বর ২০১৭

মেয়র পদে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৫ নবেম্বর ॥ আগামী ২১ ডিসেম্বর দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচন। বুধবার রসিক নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করছেন ১০ মেয়র, ১৫২ কাউন্সিলর ও ৪৮ সংরক্ষিত কাউন্সিলরসহ ২১০ প্রার্থী। জানা গেছে, বুধবার পর্যন্ত মেয়র পদে জাতীয় পার্টির রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপা চেয়ারম্যান এরশাদের ভাতিজা ও জাপার সাবেক সংসদ সদস্য হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, আওয়ামী লীগ জেলা কমিটির সদস্য রাশেক রহমান, রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি কাউছার জামান বাবলা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রংপুরের আমীর এটিএম গোলাম মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুইটি আনজুম, বীর উত্তম আব্দুল মজিদ, জেলা ক্রীড়া সংস্থার শাকিল রায়হান, মেহেদী হাসান বনিসহ ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু এখনও মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৮ জন ও সাধারণ কাউন্সিলর পদের জন্য ১৫২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র পদে একজন (ই.শা. আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা), সংরক্ষিত কাউন্সিলর পদে ৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে একজন। ঘোষিত তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও প্রত্যাহারের জন্য ৫ নবেম্বর থেকে ২২ নবেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। লক্ষ্মীপুরে শিশু শ্রমিককে গাছে বেঁধে নির্যাতন নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৫ নবেম্বর ॥ লক্ষীপুরে অপকর্মের অভিযোগ তুলে সোহেল মিয়া নামের ১০ বছরের এক শিশু শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে লাঠি ও ঝাড়ু দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী জবিউল্যা পাটোয়ারী ও কালু পাটোয়ারীর বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার মান্দারীতে এ ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নির্যাতনের শিকার সোহেল চন্দ্রগঞ্জ থানার কুশাখালী ইউনিয়নের হাজীগঞ্জ গ্রামের শহিদুল হোসেনের ছেলে ও মান্দারী বাজারের বাবুলের চায়ের দোকানের শ্রমিক। নির্যাতনের শিকার শিশু সোহেল ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ১০টায় দোকান মালিক বাবুলের বাড়ি থেকে দোকানের উদ্দেশে আসার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বাগানেই মলত্যাগ করে। এ সময় পাশের আমির উদ্দিন পাটোয়ারী বাড়ির মৃত সানু পাটোয়ারীর ছেলে জবিউল্যা পাটোয়ারী ও কালু পাটোয়ারী সোহেলকে ধরে নিয়ে যায়। তাদের গরুর সঙ্গে অপকর্ম করেছে এমন অভিযোগ তুলে শিশু সোহেলকে লাঠি ও ঝাড়ু দিয়ে বেধড়ক মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে।
×