ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৬ পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

প্রকাশিত: ০৪:১১, ১৬ নভেম্বর ২০১৭

১৬ পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দু’জনকে গুমের অভিযোগে যশোর কোতোয়ালি থানার সাত কর্মকর্তাসহ ১৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে দায়েরকৃত মামলাটি ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার হয়েছে। মঙ্গলবার দুপুরে মামলা দায়েরের পর বুধবার সকালে আবেদন করে মামলাটি প্রত্যাহার করে নেন বাদী হিরা খাতুন। ছেলেকে অপহরণের পর দাবিকৃত ঘুষের টাকা না পেয়ে হত্যা ও গুমের অভিযোগে যশোর কোতোয়ালি থানার সাত কর্মকর্তাসহ ১৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের হয়েছিল। পুলিশের বিরুদ্ধে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার হওয়ায় এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনজীবীরা বলছেন, মামলা প্রত্যাহার প্রক্রিয়ায় আইনের লঙ্ঘন হয়েছে। এভাবে তড়িঘড়ি মামলা প্রত্যাহারে কোন মহলের ভূমিকা থাকতে পারে বলেও আশঙ্কা তাদের। সাত মাস আগে পুলিশ আটকের পর নিখোঁজ ছেলের সন্ধান চেয়ে মঙ্গলবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত অভিযোগ দায়ের করেন যশোর শহরের শঙ্করপুর পশু হাসপাতাল এলাকার তৌহিদুল ইসলাম ওরফে খোকনের স্ত্রী হিরা খাতুন। চেয়ারম্যানসহ ৪৫ জনের নামে মামলা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বিরোধপূর্ণ জমি দখল নিতে প্রতিপক্ষের পাঁচটি দোকান ভাংচুর, আড়াই লক্ষাধিক টাকার মাল লুটপাট ও চারজনকে পিটিয়ে জখম করার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৪৫ জনের নামে মামলা দায়ের হয়েছে। আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের আমিনউদ্দিন সরদারের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতে কালিগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হককে প্রধান আসামি করা হযেছে। মামলার অভিযোগ, সোমবার সন্ধ্যায় জেলখানা থেকে জামিনে মুক্তি পেয়ে চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি সদস্য আব্দুল কাইয়ুমসহ আট জনপ্রতিনিধি রাত সাড়ে সাতটার দিকে মোটরসাইকেল বহর নিয়ে চম্পাফুল কালিবাড়ি বাজারে পৌঁছে সেখানে তা-ব চালায়। চেয়ারম্যান মোজামের নির্দেশে ৫০ থেকে ৬০ জন তানভির হোসেনের দোকানে হামলা চালায়। এ সময় তারা ৬০ হাজার টাকাসহ আড়াই লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। এতে বাধা দেয়ায় তানভিরসহ চারজনকে পিটিয়ে জখম করা হয়। পরে হামলাকারীরা আরও চারটি দোকানঘর ভাংচুর ও লুটপাট করে।
×