ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

প্রকাশিত: ০৪:১০, ১৬ নভেম্বর ২০১৭

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার বালিয়াঘাট্টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আবদুল করিম (৩৫) ও তার স্ত্রী শারমিন আক্তার (৩০)। উপজেলার নারায়ণপুর গ্রামে তাদের বাড়ি। গোদাগাড়ী থানার ওসি হিপজুর রহমান মুন্সি বলেন, দুপুর দেড়টার দিকে বালিয়াঘাট্টায় একটি ট্রাক ও একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আবদুল করিম। এসময় এক শিশুসহ আহত চারজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিহত করিমের স্ত্রী শারমিনকেও মৃত ঘোষণা করেন। খুলনায় স্কুল শিক্ষক স্টাফ রিপোর্টার খুলনা অফিস জানায়, সড়ক দুর্ঘটনায় মনিরুজ্জামান (৫৫) নামে এক স্কুল শিক্ষক নিহত ও তার স্ত্রী সুফিয়া বেগম (৪৫) আহত হয়েছেন। বুধবার দুপুরে পাইকগাছা উপজেলার শিববাটি সেতু এলাকায় ইজিবাইকের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান উপজেলার গাবখালি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের শিক্ষক ছিলেন বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, শিক্ষক মনিরুজ্জামান পাইকগাছা উপজেলা সদর থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে ইজিবাইকে চাঁদখালি গ্রামের নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। কলাপাড়ায় বৃদ্ধা নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর নামক স্থানে বুধবার সকাল পৌনে ছয়টায় সমুদ্রসৈকত নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে ঘটনাস্থলেই যাত্রী বৃদ্ধ সরভানু (৮০) মারা গেছেন। গুরুতর জখম হয়েছে আরও ১৪ যাত্রী। বাসটি ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিল। আহত যাত্রীরা জানায়, বাসের চালক আমতলী এসে নেমে যায়। এরপর হেল্পার গাড়ি চালাচ্ছিল। বেপরোয়া চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। রাঙ্গামাটিতে নারী নিজস্ব সংবাদদাতা রাঙ্গামাটি থেকে জানান, শহরের প্রবেশদ্বার মানিকছড়িতে যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই এক মহিলা নিহত ও ৩২জন আহত হয়েছে। নিহতের নাম তপনী বেগম (৩৫)। বাড়ি চট্টগ্রামের অক্সিজেন এলাকায়। আহতরা জানায়, বেলা দুটার সময় রাঙ্গামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি শহরের মানিকছড়ি এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে আর্মি ক্যাম্প সংলগ্ন সড়কের ওপর বাসটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হয় এবং ৩২ যাত্রী আহত হয়েছে। ঈশ্বরদীতে হেলপার স্টাফ রিপোর্টার ঈশ্বরদী থেকে জানান, মঙ্গলবার রাতে মুলাডুলি রেলগেটে দুটি ট্রাকের মুখোমখি সংঘর্ষে হেলপার রিপন আলী (২০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। সে গোদাগাড়ীর ধোতিমা গ্রামের স্বপন আলীর ছেলে। নাটোরগামী খড় বোঝাই ট্রাকের সঙ্গে কুষ্টিয়াগামী মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
×