ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০১, ১৬ নভেম্বর ২০১৭

টুকরো খবর

অযত্নে পড়ে আছে বিশাল ঝিল স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ একেবারে শহরের প্রাণকেন্দ্রে আজাইপুর সংলগ্ন ঝিলটি অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে কয়েক শতাব্দী ধরে। জন্ম হচ্ছে মশা আর কচুরিপানার। কোন কাজেই আসছে না প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ও কোয়ার্টার কিলোমিটার প্রশস্ত এই ঝিলটি। যার অবস্থান শহরের শান্তির মোড় থেকে একেবারে বটতলা হাট পর্যন্ত। দুই ধারে বিশাল জনপদের ১১টি মহল্লার কয়েক হাজার পরিবার বসবাস করে। তাদেরও কোন কাজে আসছে না। অথচও সংস্কার করলেই শহরের মধ্যে শ্রেষ্ঠ বিনোদন কেন্দ্রসহ বছরে কয়েক কোটি টাকার মাছ চাষ সম্ভব। স্বাধীনতা-পরবর্তী কয়েকবার ঝিলটি সংস্কারে কয়েক হাজার টন গম বরাদ্দ দিলেও তার কোন সঠিক হিসাব কারও কাছে নেই। বেশকিছু দিন ধরে শোনা যাচ্ছে একাধিক মন্ত্রণালয় যৌথভাবে এটি সংস্কার করবে। বিশাল আকারের এই ঝিলটি খুবই গভীর। এমনকি চৈত্র মাসেরও পানি ভর্তি হয়ে থাকে। গভীরতার কারণে এপার ওপার হতে সাঁতরিয়ে পার হওয়া কষ্টকর হয়ে পড়ে। বিশাল ঝিলটি পরিষ্কার পরিচ্ছন্ন করে আধুনিক সুযোগ-সুবিধা সংযোজন করতে পারলে বিশাল অঙ্কের রাজস্ব আদায় হতো। পাঁচ দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৫ নবেম্বর ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা জালিয়াখালী বাজারে ভয়াবহ অগ্নিকা-ে ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নিভাতে গিয়ে অন্তত ৭ ব্যক্তি আহত হয়েছে। বুধবার সকালে অগ্নিকা-ের স্থল পরিদর্শন করেছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তা ব্যক্তিগণ। জানা যায়, মঙ্গলবার গভীর রাতে আহমদুল্লাহর মালিকানাধীন ফিশিং জালের গুদামে অগ্নিকা-ের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা আশপাশে ছড়িয়ে পড়লে অন্তত ৫ দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তরা হলেন আবদুর রশিদ মাঝি, ইউছুপ মাঝি, কাছিম মাঝি, আক্তার মাঝি ও আহমদ উল্লাহ মাঝি। গ্যাসের আগুনে দম্পতি দগ্ধ নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৫ নবেম্বর ॥ গ্যাসের চুলা ধরাতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছেন হামিদুর রহমান ও সাবিনা ইয়াসমিন নামের দম্পতি। আহতদের উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার ভোর ৫টায় মানিকগঞ্জ পৌর এলাকার গঙ্গাধরপট্টি এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ভোরে রান্না করতে যায় সাবিনা। গ্যাসের চুলার সুইচ খোলা ছিল, চুলায় ধরানোর জন্য দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে সারা রান্নাঘরসহ সাবিনার গায়ে আগুন ধরে যায়। এ সময় তার চিৎকারে স্বামী হামিদুর এগিয়ে এলে তার গায়েও আগুন ধরে যায়। উভয়ের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠিয়ে দেন। ডাঃ লুৎফর রহমান জানান, সাবিনা ইয়াসমিনের ৭০ শতাংশ এবং হামিদুর রহমানের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। হামলার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ১৫ নবেম্বর ॥ মৌলভীবাজার শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মুহিবুর রহমান মুহিবের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের নাগরিক। বুধবার দুপুরে সর্বস্তরের নাগরিকের আয়োজনে প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানবন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য ফিরোজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, জেলা যুব সংস্থার সভাপতি আলিম উদ্দিন হালিম, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, ব্যবসায়ী দুরুদ আহমদ, সৈয়দ সেলিম হক প্রমুখ।
×