ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডি কে আইডিয়াল কলেজের পরীক্ষা কেন্দ্র বাতিল

প্রকাশিত: ০৩:৫৯, ১৬ নভেম্বর ২০১৭

ডি কে আইডিয়াল কলেজের পরীক্ষা কেন্দ্র বাতিল

পরীক্ষা অনুষ্ঠানে চরম দায়িত্বহীনতার কারণে মাদারীপুর ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজ কেন্দ্রে আগামী ১৮ নবেম্বর অনুষ্ঠেয় ২০১৬ সালের ২য় বর্ষ ডিগ্রী পাস পরীক্ষা কেন্দ্র বাতিল করা হলো। এ কেন্দ্রের সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষা নিকটস্থ সরকারী শেখ হাসিনা একাডেমি এ্যান্ড উইমেন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ডিকে আইডিয়াল কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে ৯৫০টি সাদা উত্তরপত্র হারিয়ে যাওয়ার ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, ডিন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, সদস্য ড. অলক কুমার সাহা, পরিচালক বরিশাল আঞ্চলিক কেন্দ্র মোহাম্মদ হোসেন (সদস্য-সচিব), উপ-পরীক্ষা নিয়ন্ত্রক। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান করার জন্য বলা হয়েছে। -বিজ্ঞপ্তি। এসআইয়ের আত্মহত্যা স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ সদর কোর্ট পুলিশের এসআই আনন্দ কুমার মোহন্ত (৩৫) কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার নাজিরা-মিঞাপাড়ার ভাড়া বাসা থেকে কোর্টে ডিউটিতে এসে আর বাসায় ফিরে যায়নি পুলিশের সাব ইন্সপেক্টর আনন্দ কুমার মোহন্ত। পরে রাত ৮টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। নিহত আনন্দ কুমার মোহন্ত বগুড়ার সোনাতলা উপজেলার মহিচরণ গ্রামের গোপাল চন্দ্র মোহন্তের পুত্র। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান জানান, কোর্ট পুলিশের সাব ইন্সপেক্টর আনন্দ কুমার মোহন্ত ৩ মাস আগে কুড়িগ্রামে যোগদান করেন। তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। বরগুনায় ধর্ষণ ও হত্যার বিচার দাবি সংবাদদাতা পাথরঘাটা,বরগুনা, ১৫ নবেম্বর ॥ পাথরঘাটায় তরুণী ধর্ষণ ও হত্যাসহ সকল হত্যার রহস্য উন্মোচন এবং প্রকৃত অপরাধীর গ্রেফতারের দাবিতে পাথরঘাটায় বিভিন্ন সংগঠন মানববন্ধন ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করে। বুধবার বেলা ১০টায় পৌরশহরের ব্যস্ততম এলাকা রাসেল স্কয়ারে উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী ফাতিমা পারভীনের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে স্বেছায় রক্তদান প্রতিষ্ঠান প্রত্যয়, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি বক্তব্য পেশ করেন।
×