ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মানবতাই মানুষকে মহান করে ॥ ঢাবির সাবেক ভিসি

প্রকাশিত: ০৩:৫৭, ১৬ নভেম্বর ২০১৭

মানবতাই মানুষকে মহান করে ॥ ঢাবির সাবেক ভিসি

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৫ নবেম্বর ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, মানবতাই মানুষকে মহান করে তোলে। সত্যিকারের মানুষ সেই, যার মধ্যে মানবতা রয়েছে। এই মানবতার জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্যাতিত, নিপীড়িত রোহিঙ্গাদের জন্য নিজের দেশে প্রবেশের দরজা খুলে দিয়েছে। এজন্য তিনি বিশ্বে আজ নন্দিত। বঙ্গবন্ধুও মানবিক জাতি গঠনের প্রয়াস নিয়েছিলেন। বোধের জায়গা থেকে মানুষের মাঝে ভাল কাজ নাড়া দেয়। এই বোধের জায়গা থেকে আমেরিকা প্রবাসী লেখক ও সাংবাদিক আব্দুল মালেক ও লেখিকা শরীফা খন্দকার দম্পত্তি দেশে এসে গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করেন। মানুষের মধ্যে সবচেয়ে বড় বিষয় মানবিক সম্পর্ক। এই মানবিক সম্পর্কই অনেক দৃষ্টান্ত স্থাপন করায়। মঙ্গলবার সন্ধ্যায় রংপুর চেম্বার ভবনের হলরুমে আমেরিকা প্রবাসী বিশিষ্ট কলাম লেখক ও সাংবাদিক আব্দুল মালেক ও শরীফা খন্দকার দম্পতির উদ্যোগে রংপুরের ৮ গুণী ব্যক্তিকে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি জিপিএ ফাইভের জন্য না ছুটে গুণগত বিদ্যা অর্জনের আহবান জানিয়ে এই প্রজন্মের উদ্দেশে বলেন, পুথিগত বিদ্যা নয় বরং গুণগত বিদ্যাই মানুষকে আলোকিত করে। দেশের প্রয়োজনে, মানবিক সমাজ গঠনের জন্য নতুন প্রজন্মকে আজকের গুণীজন সম্মাননা অনুষ্ঠান থেকে শিক্ষা নিতে হবে। গুণীজন সম্মাননা অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী সাংবাদিক আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন গুণীজন কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. রেজাউল হক, মুহাম্মদ আফজাল, প্রফেসর মুহাম্মদ আলীম উদ্দীন। এতে স্বাগত বক্তব্য রাখেন সম্মাননা বাস্তবায়ন পরিষদের আহবায়ক আমেরিকা প্রবাসী বিশিষ্ট কলাম লেখক শরীফা খন্দকার। এতে বক্তব্য রাখেন রংপুর চেম্বারের সাবেক প্রেসিডেন্ট আবুল কাশেম, সুজন রংপুরের সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন, সম্মাননা বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব ও বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক উপাধ্যক্ষ রকিবুল হাসান বুলবুল। অনুষ্ঠানে গুণীজন সম্মাননাপ্রাপ্তরা হলেন বিশিষ্ট ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং রাজনীতিবিদ শাহ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট শিক্ষাবিদ ড. রেজাউল হক, বিশিষ্ট রাজনীতিবিদ, ভাষা সৈনিক মোহাম্মদ আফজাল, শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর মুহাম্মদ আলীম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাহিত্যিক মাহবুব আলম, মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত প্রফেসর আব্দুল হাই, মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট রাজনীতিক আবুল মনসুর ও মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট রাজনীতিক রফিকুল ইসলাম গোলাপ ।
×