ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিষয় ॥ প্রাথমিক গণিত;###;মোঃ মাসুদ খান

পিইসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৩:৪৩, ১৬ নভেম্বর ২০১৭

পিইসি পরীক্ষার প্রস্তুতি

প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.ফঢ়ংপ@মসধরষ.পড়স দশম অধ্যায় ॥ জ্যামিতি ১। বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলে? বৃত্তচাপ পরিধি ব্যাস ব্যাসার্ধ ২। বৃত্ত কীসের অংশ? ব্যাস ব্যাসার্ধ পরিধি কেন্দ্র ৩। বর্গ ও আয়তের মধ্যে নিচের কোন সাধারণ বৈশিষ্ট্যটি বিদ্যমান? সকল বাহু সমান কোণগুলো সমকোণ কোণগুলো সূক্ষèকোণ বিপরীত বাহুগুলো অসমান ৪। আদিবা একটি বৃত্তের মধ্যে দুইটি জ্যা দিয়ে ৪টি বৃত্তচাপ আঁকতে পারলে, তুমি ৪টি জ্যা দিয়ে কয়টি বৃত্তচাপ আঁকতে পারবে? ৬টি ৭টি ৮টি ৯টি ৫। বর্গের কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে উৎপন্ন প্রত্যেক কোণের মান কত? ৯০ ১০০ ১৮০ ৩৬০ ৬। বর্গের চার কোণের যোগফল কত ডিগ্রি? ৯০ ১৫০ ১৮০ ৩৬০ ৭। বর্গের একটি কর্ণ ৪ সে.মি. হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত? ২ সে.মি. ৩ সে.মি. ৪ সে.মি. ৫ সে.মি. ৮। তোমার জ্যামিতি বক্সের স্কেলটি কোন জ্যামিতিক আকার নির্দেশ করে? ত্রিভুজ রম্বস আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ৯। ট্রাপিজিয়ামের কয়টি সমান্তরাল বাহু থাকে? ১টি ২টি ৩টি ৪টি ১০। একটি রম্বসের একটি কোণ ১১০ হলে এর বিপরীত কোণটি কত হবে? ৮০ ৯৫ ১১০ ১২৫ ১১। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কত ডিগ্রি কোণে সমদ্বিখন্ডিত করে? ৪৫ ৬০ ৭৫ ৯০ ১২। কোনো সামান্তরিকের সন্নিহিত দুই বাহু সমান করলে তা কীসে পরিণত হয়? আয়ত বর্গ সামান্তরিক রম্বস ১৩। রম্বস ও বর্গের মধ্যে কোন সাধারণ বৈশিষ্ট্যটি বিদ্যমান? কর্ণদ্বয় সমান কোণগুলো সমান কোণগুলো সমকোণ বাহুগুলো সমান ১৪। রম্বসের কর্ণদ্বয় একে চারটি ত্রিভুজে বিভক্ত করে। ত্রিভুজগুলো কোন ধরনের? সমবাহু সূক্ষèকোণী সমকোণী স্থূলকোণী ১৫। নিচের কোন ক্ষেত্রে কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ ৯০? আয়ত রম্বস সামান্তরিক ট্রাপিজিয়াম উত্তর ॥ ১.গ ২.গ ৩.খ ৪.গ ৫.ক ৬.ঘ ৭.গ ৮.গ ৯.খ ১০.গ ১১.ঘ ১২.ঘ ১৩.ঘ ১৪.গ ১৫.খ
×